আমাদের কথা খুঁজে নিন

   

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

দামুড়হুদা থানার ওসি আহসান হাবিব জানান, বুধবার রাত ৩টার দিকে চারুলিয়ার কানাইবাবুর আমবাগানের কাছে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ছোড়া বোমায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি ।  

ওসি বলেন, নিহত কাশেম (৩৫) ওরফে মেকুর কাশেম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিলেন।

“তার বিরুদ্ধে দামুড়হুদাসহ অন্যান্য থানায় অপহরণ, হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

”     

কাশেমের বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বোয়ালমারি গ্রামে।

ওসি হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার গভীর রাতে ওই আমবাগানে ১০/১২ জন চরমপন্থী গোপন বৈঠক করছিল খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে তিনটি বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির সময় মারা যায় কাশেম।

তার লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বোমায় আহত এসআই নিয়াজ আলী (৩৮) ও কনস্টেবল খায়রুল ইসলামকে (৪৫) দামুড়হুদার চিৎলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশি বন্দুক, চারটি গুলি, চারটি বোমা উদ্ধার করেছে বলেও জানান ওসি।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বুধবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.