সারাদেশের মতো চুয়াডাঙ্গাতেও চলছে শারদীয় দূর্গোত্সবের শেষ মুহূর্তের কাজ। প্রাথমিক কাজ হিসাবে প্রতিমা প্রস্তুত সম্পন্ন হলেও এখন চলছে রঙতুলির আচড়। চুয়াডাঙ্গা জেলায় এবছর ১১২টি স্থানে পুজোমন্ডপ স্থাপন করা হয়েছে। জেলার সকল মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য চুয়াডাঙ্গা জেলা পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
চুয়াডাঙ্গা বড়বাজার সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি কিশোর কুমার আগরওয়ালা জানান, দূর্গোত্সব পালনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলায় এবছর ১১২টি স্থানে মন্দির স্থাপন করা হয়েছে।
বেশিরভাগ মন্দিরেই ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে রঙের কাজ। আগামী ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দূর্গোত্সব চলবে। সে লক্ষ্যেই সকল কাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চেৌধুরী জানান, দূর্গোত্সবকে ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ইতোমধ্যেই জেলা পুলিশ প্রস্তুতি নিতে শুরু করেছে।
আগামী কয়েক দিনের মধ্যেই চুড়ান্ত কর্মপরিল্পনা শেষ করা হবে। তাছাড়া এবার যেহেতু ঈদ ও পূজা কাছাকাছি সময়ে হতে যাচ্ছে, সে কারণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।