আমাদের কথা খুঁজে নিন

   

ক্লোন ফটোগ্রাফি


কয়েকদিন আগে ফেসবুকে এই ছবিটা আপলোড করেছিলাম। আমার বাসার দরজার সামনে বসে আমি একটা বই পড়ছি আর আমার দুটো ক্লোনে আমার দিকে তাকিয়ে আছে। অনেকেই জানতে চাইল, কিভাবে ছবিটা তোলা। ছবিটা আসলেই খুব মজার। আরও মজার ব্যাপার হল, যেকোনো সাধারন মানের "পয়েন্ট এন্ড শুট" ক্যামেরা দিয়েই এমন ছবি তোলা সম্ভব।

তাই ভাবলাম আইডিয়াটা সবার সাথে শেয়ার করি। খুব সহজ একটা উদাহরন দিয়ে শুরু করা যাকঃ এই ছবিটা আসলে, দুটি ছবির সমন্বয়। ছবিগুলো হচ্ছেঃ ছবিঃ১ এবং ছবিঃ২ এমন ছবি তোলার ধাপ মূলত দুটিঃ ছবি তোলা এবং ছবি এডিট করা। ছবি তোলাঃ আমার মনে হয় ছবি তোলাটাই এক্ষেত্রে আসল চ্যালেঞ্জ। এডিট করাটা অনেক সহজ হয়ে যায়, যদি ছবিগুলো তোলার সময় ক্যামেরা না নড়ে।

এজন্য, ট্রাইপড হলে ভাল হয়। ট্রাইপড না থাকলেও সমস্য নাই। টেবিল বা সমতল কোনো জায়গায় ক্যামেরা রেখেও কাজ চালিয়ে নেওয়া যাবে। আর দরকার হবে একজন সহযোগি। তাকে বুঝিয়ে দিতে হবে ছবি তোলার সময় যেন ক্যামেরা একদমই না নড়ে।

ক্যামেরায় কন্টিনিউয়াস শুটিং মুড থাকলে এই কাজটা অনেক সহজ হয়ে যায়। এবার চিন্তা করে মোটামুটি একটা গল্প দাঁড় করাতে হবে। সেই গল্প অনুসারে বেশ কিছু ছবি তুলতে হবে। তোলা হয়ে গেলে সেখান থেকেই বাছাই করতে হবে কোন কোন ছবি নিয়ে গল্পটা ভালভাবে ফুটিয়ে তোলা যায়। ছবি এডিট করাঃ ছবি এডিট করতে আমি সাধারনত গিম্প ব্যবহার করি।

অবশ্য অন্য যেকোনো ইমেজ এডিটিং সফটওয়্যার দিয়েও কাজটা করা যাবে। তোলা ছবি থেকে বাছাই করা যেকোনো একটা ছবিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ওপেন করতে হবে। এই ক্ষেত্রে "ছবিঃ এক" কে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপর "ছবিঃ দুই" ওপেন করা হয়েছে। "ছবিঃ দুই" থেকে দরকারি অংশ কপি করে, ব্যাকগ্রাউন্ড এ নতুন লেয়ার ক্রিয়েট করে সেখানে পেষ্ট করা হয়েছে।

তারপর কপি করা অংশটুকু দরকার মত সরিয়ে ব্যাকগ্রাউন্ড এর সাথে মেলানো হয়েছে। তারপর ব্রাশ টুল দিয়ে দুটি ছবির মাঝখানে কিছুটা ঘষামাজা করা হয়েছে যেন বোঝা না যায় এটা আসলে দুটি ছবির সমন্বয়। অনেক সময় কন্ট্রাস্ট বা স্যাচুরেশনও সমন্বয় করার দরকার হতে পারে। বলে রাখা ভাল, এটা কোনো টিউটেরিয়াল না। গুছিয়ে টিউটেরিয়াল লেখা অনেক কঠিন এবং শ্রমসাধ্য একটা কাজ।

আমি যা যা করেছি সেটাই একটূ সহজভাবে সবাইকে জানালাম। তবে কারও আগ্রহ থাকলে, আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আমার সাধ্যমত সাহায্য করার চেষ্টা করব। কদিন আগে তোলা আরও দুটি ছবি সবার সাথে শেয়ার করলামঃ [লেখাটি আগে আমার ব্যাক্তিগত ব্লগে প্রকাশিত হয়েছিল ]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.