MAD-E IN BANGLADESH
নিজের ক্লোন অথবা ঠিক নিজের মতই দেখতে আর এক জন কে দেখতে কেমন লাগে। নিশ্চই খুব অবাক হবেন যদি দেখেন ঠিক আপনার মত আর একজন আপনার সামনে দাড়িয়ে। এমন সৌভাগ্য কই জনের হয়। আর এ সৌভাগ্য এর অধিকারি হয়েছেন বলিউড এর স্মার্ট হিরো ঋত্বিক রশন। সম্প্রতি তিনি এবং তার পরিবারের সবাই গিয়েছিলেন বিখ্যাত মাদাম তুষ জাদুঘরে। আর এখানেই সম্প্রতি স্থাপন করা হয়েছে তার মূর্তি। কেমন হত যদি আপনার কোন মূর্তি কেউ এভাবে বানিয়ে সাজিয়ে রাখত। হয়ত এটা হবে আক আকাশ কুশুম চিন্তা। তবে চলুন দেখা যাক ঋত্বিক ও তার মূর্তির ছবি।Hrittik
View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।