আমাদের কথা খুঁজে নিন

   

ক্লোন ফোন ও বাজারের বিভিন্ন নতুন ব্রান্ডের মোবাইল ফোনসমূহ:



ক্লোন ফোন ও বাজারের বিভিন্ন নতুন ব্রান্ডের মোবাইল ফোনসমূহ: চিনে বহু ইলেকট্রনিকস কোম্পানি আছে। কমপিউটার একসেসরিজে দেখবেন অনেক জিনিষ একই ব্র্যান্ড কিনতু দাম ভিন্ন, এর কারন চায়না রা ক্রেতার চাহিদা অনুযায়ি একই পন্যের কয়েকটি কোয়ালিটিতে তৈরী করে দেয়, অবশ্যই তা একটি মিনিমাম কোয়ানটিটির। ফলে ১০০০ টাকার জিনিষ ৯০০/- ৮০০/- বা তার ও কম দামে ও পাওয়া যায়। অবশ্যই ১০০০ টাকার টা হল হাই আর ৮০০ হল লো কোয়ালিটি। বাট বাকি বক্স সহ ফিচার সব সেম কিনতু মানে জঘন্য বা অনন্য ।

নিটোল, স্প্রিন্ট, কংকা, ভেন, সানি এরিকসন, নুকিয়া, এন ৭০ ইত্যাদি ব্র্যান্ডের ফোন দেখবেন যা টুইন ওয়ানের মত বাজে সাব উফার সহ ৫/৬ স্পিকার, আধা বিঘত ( ৪.৫ “) স্ক্রিন নানা মুখি সুবিধা। দাম ও অতুলনীয় ৪/৬ হাজার, নকিয়া এন ৯৫ ফেল। পাওয়া যায় স্টেডিয়ামের আশ পাশে বেশী, বা কম দামের দোকান গুলিতে। এ ফোন গুলো মূলত ক্লোন ফোন হিসেবে পরিচিত। শুধু বাংলাদেশে নয় চায়নার কল্যানে অনেক দেশেই এই ফোন সমূহ পাওয়া যায়।

কম দামে দামি ফোন পাওয়ার জন্য এগুলোর চাহিদা তৈরি হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.