আমাদের কথা খুঁজে নিন

   

চোখের জলে বৃষ্টি নামাই



চোখের জলে ঘর ডোবাবে? ঘর ভাসাবে? হায়রে তোমার চোখের পানি! দেয়নি যে ঘর জলের তৃপ্তি সাধের মুক্তি নিশ্চয়তা-‘কোকিল তোমার ঘুম ভাঙ্গাবে’ দুই নয়নের জলের স্রোতে আজকে তুমি তায় হারাবে? ভাবনাগুলো নাও গুছিয়ে জলধারাটা প্রবলবেগে সাপের মত ভয়াল ফণায় আঘাত করার অনেক আগে একটু ভেবো কী ডোবাবে- দুঃখ তোমার? পরাধীনতার, অপূর্ণতার, কষ্ট তোমার, আরো হাজার ... .. দাও ডুবিয়ে অতলতলে, সকল ব্যথা, নষ্ট যা সব, কষ্ট বিষাদ। চাও হতে আজ ঝকঝকে এক চৈতালী চাঁদ? সবসময়ই সবার পানে হাসছে যে চাঁদ? ভাবনাটা এই ভুল হয়েছে, ভুল হয়েছে হিসেব-নিকেশ। কী বুঝেছ? দুঃখ তোমার একলা একা ডুববে না গো অতল তলে, দুঃখ গেলে তার সাথে তার বন্ধু যাবে। সুখ যদি যায়, তা হবে বেশ? যায় যদি সব দুঃখ-সুখ আর দুঃখ-সুখের সকল স্মৃতি, কোথায় পাবে এই আমারে? এই আমাদের? ঐক্য-সাহস-দারুন প্রীতি? ভুল করোনা লক্ষীসোনা, তাকাও তুমি আমার পানে, আমার বামে, আমার ডানে। তাকিয়ে দেখ জলভরা চোখ, তাকিয়ে দেখ লক্ষ হাতে হাত ধরেছি, হাসব বলে। বানের পানি নাইবা ডাকো আমরা বরং চোখের জলে বৃষ্টি নামাই, খরা ডুবাই, ফসল ফলাই, সুখের ফসল। তোমার আমার সবার গোলায় উঠবে দেখ নতুন ফসল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.