আমাদের কথা খুঁজে নিন

   

জেলায় জেলায় বিমান বন্দর গড়ে তুলে দেশের মাটিকে হীরকখণ্ডে পরিনত করি!

পুরুষ প্রধান আওয়ামী লীগ ও বি এন পি চাই

‘এয়ারপোর্ট বিক্রমপুরের আর্শিবাদ’, ‘বিক্রমপুরবাসী একজোট আড়িয়ালবিলে এয়ারপোর্ট’, ‘বিক্রমপুরবাসীর প্রাণের দাবী আয়িয়াল বিলে বঙ্গবন্ধু বিমান বন্দর চাই’, ‘এয়ারপোর্ট চাই. এয়ার পোর্ট চাই’, ‘আড়িয়াল বিলে বিমান বন্দর করার সিদ্ধান্ত নেয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ’ বুকের রক্ত দিয়ে হলেও আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর তৈরি করা হবে। এ বিমানবন্দরের মাধ্যমে এ এলাকার মাটিকে পরিণত করা হবে হীরকখণ্ডে। - গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। প্রতিমন্ত্রী বলেন, ‘এ এলাকার একজন মানুষ জীবিত থাকতেও বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকাজে কেউ বাধা দিতে পারবে না। ’ এখানকার ৯৯ ভাগ মানুষ বিমানবন্দর নির্মাণের পক্ষে থাকলেও একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করছে।

যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশের উন্নয়ন চায় না, বিশ্বের বুকে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে চায় তারাই এ বিমানবন্দর নির্মাণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আবদুল মান্নান খান বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার-আলবদর ও এদের সহযোগিতাকারী বিএনপি আড়িয়াল বিলে কুণ্ড রাজার হাজার হাজার একর সম্পত্তি কাগজপত্র ছাড়া অবৈধভাবে দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছে। এখন সেই সম্পত্তি হাতছাড়া হওয়ার ভয়ে এ মহলটি বিমানবন্দর নির্মাণে বিরোধিতা করছে। ’ প্রতিমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর এ আড়িয়াল বিলেই নির্মিত হবে। ’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ইতোমধ্যে বিমানবন্দরের জন্য জমি নির্ধারণের কাজ শেষ পর্যায়ে।

যতো দ্রুত সম্ভব এর নির্মাণকাজ শুরু করা হবে। ’ “এই অঞ্চলের ব্যাপক জনগোষ্ঠীর স্বঃতস্ফূর্ত অংশ গ্রহন বিমানবন্দরের পক্ষেই যে এই অঞ্চলের মানুষ সেটিই প্রমান হয়েছে। ”এমন উক্তি করে অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেন এখানে এই বিমান বন্দর হচ্ছে এটি এই অঞ্চলের মানুষের সৌভাগ্য। বিমানবন্দরকে কেন্দ্র করে এখানে নদী, সড়ক, রেল ও আকাশ পথে আধুনিক যোগাযোগের এক নতুন দ্বার উন্মোচন হবে বলেও মত দেন তিনি। প্রত্যেক জেলায় জাতির জনকের পরিবার ও বংশধরদের নামে একটি করে বিমান বন্দর চাই তাতে অন্ততঃ এলাকার মাটি পরিণত হবে হীরকখণ্ডে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.