আমাদের কথা খুঁজে নিন

   

জেলায় জেলায় বিএনপির স্মারকলিপি

ঢাকা জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপাসনের উপদেষ্টা আবদুল মান্নানের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা বৃহস্পতিবার বেলা ১২টায় পুরান ঢাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সমানে সমবেত হয়ে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের কাছে স্মারকলিপি দেন।  

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান, সাভারের সাবেক সাংসদ দেওয়ান মো. সালাহউদ্দিনসহ জেলা নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

স্মারকলিপি দেয়ার পর আবদুল মান্নান সাংবাদিকদের বলেন, “উপজেলা নির্বাচনে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এজন্য আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

“আমরা আশা করব, জেলা প্রশাসন উপজেলার নির্বাচনের আগামী পর্বগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যবস্থা নেবে। ”

দেশের সব জেলাতেই সকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান।

উপজেলা নির্বাচন ঘিরে সহিংসতা, ভোট কেন্দ্র দখল, জালিয়াতি, গুম ও গুপ্তহত্যার অভিযোগ এনে গত ১৮ মার্চ তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

এ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনের তিনটি পর্বে বিএনপি ও শরিক দলের সমর্থিত প্রার্থীরা ক্ষমতাসীনদের তুলনায় সামান্য এগিয়ে আছেন।

তিন পর্ব মিলিয়ে বিএনপির চেয়ারম্যানের সংখ্যা দাঁড়িয়েছে ১২৬ জন।

আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান হয়েছেন ১২১ উপজেলায়।

প্রতি দফার নির্বাচনেই ধারাবাহিকভাবে সহিংসতার ঘটনা বাড়ছে। প্রতিবারই ভোটের আগে বিএনপি ভোট জালিয়াতির ষড়যন্ত্র ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে। আর ভোটের পর তারা এনেছে ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল ও সহিংসতার অভিযোগ।

অবশ্য নির্বাচন কমিশন বলছে, দলীয় দ্বন্দ্বে বিচ্ছিন্নভাবে কিছু ‘অনভিপ্রেত’ ঘটনা ঘটলেও তিন দফায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.