আমাদের কথা খুঁজে নিন

   

টিকিট বিক্রিতে অব্যবস্থাপনা

আমি একজন সাধারন ব্লগার

শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ টিকিট বিক্রিতে অব্যবস্থাপনা অরণ্য রিবেল বাংলাদেশের মানুষ খেলাপাগল। বিশেষত ফুটবল ও ক্রিকেট নিয়ে তাদের উš§াদনার শেষ নেই। বিশ্বকাপ ফুটবল চলাকালীন এ দেশে যে উৎসাহ-উদ্দীপনা ও উম্মাদনা লক্ষ্য করা গেছে তা বিস্ময়কর। একই উম্মাদনা আবার দেখা যাচ্ছে। সামনে বিশ্বকাপের মৌসুম।

এবারের বিশ্বকাপ ক্রিকেটের। ফুটবলে বাংলাদেশ তেমন কোনো যোগ্যতা প্রদর্শন করতে না পারলেও ক্রিকেটে সে উদীয়মান শক্তি। সম্প্রতি নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে এবং জিম্বাবুয়েকে হারিয়ে প্রচণ্ড আÍবিশ্ববাসী হয়ে উঠেছে। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনটি দেশজুড়ে। দুটি কোয়ার্টার ফাইনালসহ মোট আটটি খেলা হবে বাংলাদেশে।

গত রোববার থেকে বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু হয়েছে। শুরুর দিন থেকেই শুরু হয়েছে নানারকম বিশৃঙ্খলা। ব্যাংকের মাধ্যমে বিক্রি করা হচ্ছে টিকিট। যেসব ব্যাংক থেকে টিকিট বিক্রি হবে তার সামনে ১৫-২০ ঘণ্টা আগে থেকেই লাইনে দাঁড়িয়েছে মানুষ। ঢাকার প্রতিটি কাউন্টারের সামনে ছিল উপচেপড়া ভিড়।

টিকিট প্রদানে শ্লথগতি এবং টিকিট স্বল্পতার কারণে শহরজুড়ে ক্রিকেট ভক্তরা বিক্ষোভ করেছে। ব্যাংকগুলোর সামনে ৩/৪ হাজার লোক অবস্থান নিয়েছে আগের দিন থেকেই। এক একটি ব্যাংক টিকিট বিক্রি করেছে ৪৫০ থেকে ৫০০টি। দেশের বিভিন্ন ব্যাংক থেকে ম্যাচ প্রতি টিকিট বিক্রি হবে মোট ১৫ হাজার ১২৭টি। চাহিদার তুলনায় এ পরিমাণ খুবই অপ্রতুল।

টিকিট বিক্রির গতিও ছিল খুব ধীর। টিকিট স্বল্পতার কথা জেনেই কোথাও কোথাও বিশৃঙ্খলা হয়েছে। মিরপুরে টিকিট প্রার্থীরা মারমুখী হয়ে উত্তেজনার সৃষ্টি করে। বিভিন্ন জাযগায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোরতা দেখাতে হয়। বাংলাদেশজুড়েই টিকিট সংগ্রহ নিয়ে গভীর আগ্রহ দেখা গেছে।

নিজ দেশের মাঠে বসে খেলা দেখার আনন্দই আলাদা। তবে টিকিট বিক্রির পদ্ধতিগত ত্র“টির কারণে ভোগান্তি হয়েছে অসংখ্য মানুষের। টিকিট বিক্রির পদ্ধতি আরো সহজ হওয়া জরুরি ছিল। প্রতিদিন ৫০০ টিকিটের জন্য ৫ হাজার মানুষ শীতকে উপেক্ষা করে লাইনে দাঁড়াবে আর হতাশ হয়ে বাড়ি ফিরবে, এটা কোনো পদ্ধতি নয়। বিসিবির আরো দূরদর্শী ও হিসেবী হওয়া খুব জরুরি ছিল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.