অনেকগুলো পোস্ট ড্রাফটে নিলাম বিশেষ কারণে
মেজাজ টা পুরা বিলা হয়ে গেলো , সামু ব্লগের কিছু দালাল সকাল থেকেই রাগিয়ে দিয়েছে আমাকে।
তারা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তবে তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম । আপনারা দেশপ্রেমের অনুকরণীয় আদর্শ হয়ে থাকবেন আমার কাছে। বিশ্বাস রাখতে পারেন সেক্ষেত্রে আপনার প্রতি বা আপনার দেশের প্রতি আমার কোন ক্ষোভ নেই। আশাকরি দ্রুত বিষয়টা ক্লিয়ার করবেন।
অন্যথায় ছাগুদের যে ট্রিট মেন্ট করা হয় (গদাম তদাম ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না ) তাই করা হবে।
আপাতত লিস্ট দেয়া হলঃ
১. রুদ্র তুফান
২. আধারের আরালে
৩. সাইফহিমুবেস্ট
৪.মেঘে ঢাকা তারা
৫. নটবর (প্রমাণ -কমেন্টের জবাব দেখুন)
আরো খুঁজে পেলে প্রমাণ সহ জানাবেন , পোস্টে যোগ করে দেয়া হবে।
প্রমাণ ঃ এইখানে গেলে ২। ,৩ নং কট
মেঘে ঢাকা ভাদা
রুদ্র তুফান রুদ্র তুফান
পাইছি উদাসবাউল উদাসবাউল ( সবাই স্টিকি পোস্টের ২৬০ নং কমেন্টে যান)
কাব্য কথা (২য় কমেন্ট দেখেন ) কাব্য কথা (৮ম কমেন্ট দেখেন ) তারা সবাই একই ত্যান্যা পেচাচ্ছে। কোন যুক্তি মানতে চাচ্ছে না ।
যথাযথ তদন্ত সাপেক্ষে (আইপি টাইপি চেক আরকি) তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা
নেয়ার অনুরোধ জানাচ্ছি সম্মানিত মডারেটরদের।
ভাদা সন্দেহে আছেন ঃঃ
আহো
সিস্টেম
সবখানে সবাই আছে
এদের ক্ষেত্রে আমার ভুল হয়ে থাকলে আমি করজোড়ে ক্ষমাপ্রার্থী। তবে ভাল হয় আপনার ভদ্রভাবে ক্লিয়ার করে গেলে ।
( বানান ভুল মার্জনীয় )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।