ইরানের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে রুহানি সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ‘আন্তরিক ও বাস্তবসম্মত’ আলোচনার ডাক দেন।
পশ্চিমাদের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তিতে আন্তরিকভাবে দৃঢ়প্রত্যয় প্রকাশ করে তিনি বলেন, এ ব্যাপারে দু’পক্ষের উদ্বেগই খুব স্বল্প সময়ে দূর করা যেতে পারে।
কিন্তু সতর্ক করে দিয়ে রুহানি এও বলেন, “অপরপক্ষের এটা বোঝা উচিত যে, সমাধান শুধুমাত্র আলোচনার মধ্য দিয়েই বেরিয়ে আসতে পারে, হুমকিতে নয়” ।
ইরান সরকার পরমাণু কর্মসূচি ইস্যুতে আরো জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রেখে কাজ করবে বলেও সংবাদ সম্মেলনে অঙ্গীকার করেন রুহানি।
এর আগে রুহানির অভিষেকের পরপরই যুক্তরাষ্ট্র এক বার্তায় তার প্রেসিডেন্সিকে পরমাণু কর্মসূচি নিয়ে সঙ্কট সমাধানের একটি সুযোগ বলে অভিহিত করে।
ইরানের নতুন সরকার আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে এবং আন্তরিকভাবে পরমাণু ইস্যুর শান্তিপূর্ণ সমাধান খুঁজবে বলে বার্তায় আশা প্রকাশ করা হয়। ইরান আন্তরিক হলে যুক্তরাষ্ট্রও সহযোগী মনোভাব নিয়ে সাগ্রহে কাজ করে যাবে বলে জানায় ওয়াশিংটন।
ওদিকে, রুহানিও বলেন, ওয়াশিংটন ইরানের প্রতি সদিচ্ছা দেখালে এবং সম্মানজনক আচরণ করলে আলোচনার দ্বার খোলা থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।