আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট নিয়ে বাংলাদেশকে হুমকি ভারতে, ভারত বর্জনের হুমকি আমাদের..



( অর্থবিত্ত আর ক্ষমতার আকর্ষণে কূটনৈতিক শিষ্টাচারটুকুও বোধ হয় হারিয়ে ফেলতে বসেছেন ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি শ্রীনিবাসন। ক্রিকেট বিশ্বে তিন দেশের (ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া) আধিপত্য যেন নিশ্চিত হয়, সেই প্রস্তাব পাস করানোর জন্য নানাবিধ প্রলোভন তো দেখানো হচ্ছেই, সেগুলো দিয়ে কাজ না হলে এমনকি হুমকি পর্যন্ত দিচ্ছেন বিসিসিআইয়ের প্রধান। সংস্কার প্রস্তাবের পক্ষে অবস্থান না নিলে ভারত এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসবে না বলে হুমকি দিয়েছেন শ্রীনিবাসন। আজ মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ কথা বলা হয়।

--------সংকলণ দৈনিক প্রথম আলো হতে )


♦ এখন আমাদের ক্রিকেট বোর্ডের উচিত এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর এবং কুটনৈতিক ভাবে ব্যবস্থা নেওয়ার, নয়তো আমাদের ক্রিকেট বোর্ড বাংলাদেশর সকলের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।
♦ আমাদের উচিত ভারতীয় ক্রিকেট সম্পকৃত সকল কিছু বয়কঠ করা যতখ পর্যন্ত ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি শ্রীনিবাসন আনুষ্ঠানিক ভাবে ক্ষমা না চান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.