আমাদের কথা খুঁজে নিন

   

কার হুমকি কে দেয়



ঢাবি কলা অনুষদের ডিনকে ইডেন অধ্যক্ষের হুমকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. সদরুল আমিনকে হুমকি দিয়েছেন সরকারি ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজা চৌধুরী। গতকাল শনিবার দুপুর দুইটার দিকে সদরুল আমিনের বাসার ফোনে অধ্যাপক মাহফুজা চৌধুরী নানা ধরনের হুমকি দেন। ইডেন কলেজে ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য ও ছাত্রীদের অনৈতিক কাজ করাতে বাধ্য করার প্রতিবাদ করায় এ হুমকি দেয়া হয়েছে বলে দাবি করেন ড. আমিন। এ বিষয়ে অধ্যাপক সদরুল আমিন গতকাল দুপুরে তার কার্যালয়ে কথা বলেন। তিনি বলেন, গত ১২মার্চ ইডেনে ভর্তি বাণিজ্যকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়।

এর প্রতিবাদে গত বৃহস্পতিবার সাদা দলের শিক্ষকরা ঢাবি’র অপরাজেয় বাংলায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ইডেনে ভর্তি বাণিজ্য ও ছাত্রী নিপীড়নের ঘটনার প্রতিবাদ করায় আমাকে হুমকি দেয়া হয়েছে। তিনি বলেন, ইডেনের অধ্যক্ষ তার স্বামী আওয়ামী লীগের এক লীগ নেতার পরিচয় দিয়ে আমাকে হুমকি দেন। এসময় ইডেনের অধ্যক্ষ দাবি করেন, সাংবাদিক ও বিএনপিপন্থি শিক্ষকরা মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরা সবাই হিযবুত তাহরীর অংশ।

এরা মিলে সরকারকে বিপথে ফেলতেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কলেজে কিছুই হয়নি, সাংবাদিক ও শিক্ষকরা তাকে সরাতে ষড়যন্ত্র করছে। একপর্যায়ে অশালীন ভাষায় কথা বলেন ও মামলা করার হুমকি দেন বলে অধ্যাপক আমিন জানান। তিনি আরো বলেন, একজন শিক্ষকের এ ধরনের আচরণে আমি মর্মাহত হয়েছি। ইডেন কলেজে অনিয়ম, দুনীতি, ছাত্রীদের অনৈতিক কাজ করাতে বাধ্য করার সংবাদ বিভিন্ন সংবাদপত্রে ও টিভিতে প্রকাশিত হয়েছে।

আমরা তার প্রেক্ষিতে এসবের প্রতিকারের জন্য মানববন্ধন কর্মসূচি করেছি মাত্র। এর আগে সকাল সোয়া ১০টার দিকে বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মেরিনা জাহান তারসঙ্গে ফোনে কথা বলেন বলে সদরুল আমিন জানান। তবে ইডেন কলেজের অধ্যক্ষ মাহফুজা চৌধুরী মানববন্ধন নিয়ে সদরুল আমিনকে ফোন করার কথা স্বীকার করলেও হুমকি প্রদানের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ছাত্রী নিপীড়নের ভিত্তিহীন অভিযোগে মানববন্ধন করার ঘটনায় আমি তাকে নিন্দা জানিয়েছি মাত্র। তিনি বলেন, শিক্ষক হয়ে ছাত্রীর সম্ভ্রমকে প্রশ্নের মুখে ঠেলে দিয়ে ডাকা এ মানববন্ধন করে সাদা দলের শিক্ষকরা দেশব্যাপী শিক্ষাঙ্গণ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে তাদের সংশ্লিষ্টতা প্রমাণ করলেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.