স্বপ্ন কিন্তু একাই দেখব
ক্লাস নিয়ে টিচার্স কমনরুমে আমার সিটে আয়েশ করে বসেছি। চোখ বন্ধ করলাম, ভাবছি কবে আবার স্টুডেন্ট হবো (উচ্চতর শিক্ষা)। ভারসিটিতে থাকতে বড় ইচ্ছা ছিল টিচার হবো, হয়েছি। কিন্তু আমাকে এখন কেউ জিগ্যেস করুক, শিক্ষককতা কেমন লাগে? আমি বলবো, ছেড়ে দে মা কেঁদে বাচি। আমারতো মনে হয় পরীক্ষা দেওয়া অনেক সোজা খাতা দেখার চেয়ে।
যাও একটু পরীক্ষার হলে গার্ড দিতে গিয়ে নকল পেলে বহিস্কার করি। ছেলেরা রাস্তায় গাড়ি নিয়ে এমনভাবে আমার পাশে দিয়ে চালায়, মনে হয় দুনিয়া থেকে বহিস্কার করবে। তারপর মেয়েদের যদি বহিস্কার করি, মেয়েদের মায়ের উক্তি "আমার মেয়ের সাথে প্রেম করতে চায়, জানেন আমার মেয়ে পাত্তাই দেয় নাই, এরজন্য আমার মেয়েকে বহিস্কার করেছে। " ছাইপাশ ভাবতে ভাবতে দেখি মোবাইলে এসএমএস এসেছে বাংলাদেশ থেকে, আমার পিতা প্রেরণ করেছেন। কি লিখেছে দেখুন
"তুই আর পড়ালেখা করবি না আমি বউ দেখুম।
"
এমনিতে স্টুডেন্টদের যন্ত্রণাতে বাচি না, আব্বা হাজির হয়েছেন হুমকি সহকারে। আব্বাতো আর জানেন না তার পুত্রধন বেশ কয়বার 1/cos এর স্বাদ গ্রহণ করেছে। সেই দুঃখে পুত্র তার বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু আমি কি পারবো এই হুমকি থেকে বাচতে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।