আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

গ্লোবাল মার্চেন্ট লিমিটেডের শ্রমিকরা শনিবার দুপুরে এপ্রিল মাসের  বেতন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেশ কিছু যানবাহন ভংচুর করে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. কবির হোসেন জানান,,  গত ৭ মে বেতন দেয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা দেয়নি। এরপর শনিবার দুপুর পর্যন্ত তারা বেতনের জন্য অপেক্ষা করে। কিন্তু তখনো বেতন পরিশোধ না করায় শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।
একপযার্য়ে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।

এ সময় উশৃঙ্খল কিছু শ্রমিক ১০-১২ টি যানবাহনে ঢিল ছুড়ে কাঁচ ভাংচুর করে এবং এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে কারখানা কর্তৃপক্ষ রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার মধ্যে বেতন পরিশোধ করার নোটিশ টানিয়ে দিলে শ্রমিকরা শান্ত হয়ে বাড়ি ফিরে যায়।
কারখানার মহাব্যবস্থাপক মো. সোয়েব জানান, প্রতিমাসে ৭-৮ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন দেয়া হয়। কিন্তু হরতাল ও দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য বেতন দিতে কিছুটা সমস্যা হয়েছে। রোববার বেতন দেয়ার ঘোষণা দিলে শ্রমিকরা তা মেনে নেয়।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.