আমাদের কথা খুঁজে নিন

   

মাদ্রিদে সেরেনা-শারাপোভার ফাইনাল

পুরুষদের এককের ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। ফাইনালে তার প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচ ও সুইজারল্যান্ডের স্টানিস্লাস ওয়ারিঙ্কার বিজয়ী। শনিবার মহিলাদের প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের সেরেনা ৭-৫, ৬-২ গেমে ইতালির সারা এরানিকে এবং পরের সেমিফাইনালে রাশিয়ার শারাপোভা ৬-৪, ৬-৩ গেমে সার্বিয়ার আনা ইভানোভিচকে হারিয়েছেন। মহিলাদের র‌্যাঙ্কিংয়ে সেরেনা শীর্ষে ও শারাপোভা দ্বিতীয় স্থানে থাকলেও মুখোমুখি লড়াইয়ে সেরেনা অনেক এগিয়ে। আগের ১৪টি লড়াইয়ে সেরেনা জিতেছেন ১২টি, শারাপোভার জয় মাত্র দুটি।

রোববারের ফাইনালে ৫০তম শিরোপার সামনে দাঁড়িয়ে থাকা সেরেনাকে এই তথ্য অনুপ্রাণিত করবেই। শুক্রবার কোয়ার্টার ফাইনালে অনেক লড়াই করতে হলেও শনিবার সেমিফাইনালে জিততে তেমন কষ্ট করতে হয়নি নাদালকে। স্বদেশের পাবলো আন্দুজারকে ৬-০, ৬-৪ গেমে হারিয়েছেন স্প্যানিশ তারকা। গত ফেব্রুয়ারিতে হাঁটুর চোট কাটিয়ে কোর্টে ফেরার পর এ নিয়ে ৭টি প্রতিযোগিতায় অংশ নিয়ে সবগুলোর ফাইনালে উঠলেন নাদাল। আগের ৬টি ফাইনালের চারটিতেই জিতেছিলেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।