আমি চাষার ছেলে, আমার গা দিয়ে কয় মাটির গন্ধ....
যেখানে সাঁইর বারামখানা
শুনিলে প্রাণ চমকে উঠে
দেখে যেন ভূজঙ্গনা।।
যা ছুঁইলে প্রাণে মরি
এ জগতে তাইতে তরি
বুঝে তা বুঝতে নারি
র্কীতি কর্মার কি কারখানা।।
আত্মতত্ত্ব যে জেনেছে
দিব্যজ্ঞানী সেই হয়েছে
কু-বৃক্ষে সুফল পেয়েছে
আমার মনের ঘোর গেল না।।
যে ধনের উত্পত্তি প্রাণধন
সে ধনেরই হল না যতন
অকালের ফল পাকায় লালন
এই দূখ্যেরতো শর্মীল না।।
-----------------------লালন গীতি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।