তুহিন
কিভাবে হার্ডডিস্কের এক পার্টিশন থেকে অন্য পার্টিশনে খালি জায়গা বাড়াবেন?
টিউন করেছেন : morning_star | প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর, ২০১০ | 1,115 বার দেখা হয়েছে | 32 |
অনেক সময় আমাদের হার্ডডিস্কের কোনো পার্টিশনে নানা কারনে খালি জায়গা কমে যায়।তখন অন্য কোন পার্টিশন থেকে খালি জায়গা(ফ্রী স্পেস) আনার প্রয়োজন হয়।অনেকে ঝামেলা মনে করে একাজ করতে চায় না।তবে এক্রোনিজ ডিস্ক ডিরেক্টর ব্যবহার করে একাজটি খুব সহজে করা যায়।
নিচের কয়েকটি ধাপে তা সহজে দেখানো হলঃ
১.কোন ড্রাইভে খালি জায়গা বাড়াবেন তা ঠিক করে নিন।
২.কোন ড্রাইভ থেকে খালি জায়গা নিবেন তা ঠিক করে নিন।
৩.কি পরিমান খালি জায়গা আপনার দরকার তা বের করে নিন।
এখন এক্রোনিজ ডিস্ক ডিরেক্টর খুলুন।মেইন উইন্ডোতে বামপাশের সাইডবারে “increase free space” ক্লিক করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।