আমাদের কথা খুঁজে নিন

   

হার্ডডিস্কের 50 বছর

বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার

আগামী 13ই সেপ্টেম্বার, 2006 হার্ডডিস্ক নামক বস্তুটির বয়স হবে 50। ঠিক 50 বছর আগে (1956) আইবিএম RAMAC (Random Access Method of Accounting and Control) নামে প্রথম হার্ডডিস্কর বাজারে ছাড়ে। আজকের দিনে 1.5 ইঞ্চি মাপের একটি হার্ডডিস্কে 60গিগাবাইট তথ্য রাখা যায়। র্যামাকের শুধু ওজনই ছিল 1টন । ডাটা রাখার জন্য ছিল আয়রন অক্সাইডের কোটিং দেওয়া 50টি ঘুর্ননশীল ডিস্ক, যাদের প্রতিটির ব্যাস ছিল 24 ইঞ্চি!! আর সাইজ? মাত্র 5 মেগাবাইট, যা সেযুগের তুলনায় অভাবনীয় এক ঘটনা! দুটো রেফ্রিজারেটরের সমান র্যামাকই প্রথম সেকেন্ডারী স্টোরেজ ডিভাইস যা র্যান্ডম অ্যাকসেস সমর্থন করেছিল। এর আগে ব্যবহৃত হতো ধীরগতির সিকুয়েনশিয়াল টেপ। এই 50 বছরে হার্ডডিস্কের ধারন ক্ষমতা বেড়েছে প্রায় 50,000 গুন! গিগাবাইটের যুগ শেষে টেরা বা পেটাবাইটের যুগে পৌছতে যে বেশী দেরী নেই সেটাও বলে দিয়েছেন গবেষকরা। ছবিতে ল্যারি পেজ আর সের্গেই ব্রিন এর লেগো ব্লক দিয়ে তৈরি করা গুগলের প্রথম স্টোরেজ ডিভাইসটি দেখা যাচ্ছে। সেই সময় (1996) 4 গিগার উপরে হার্ডডিস্ক তৈরি হতো না, তাই বেশ ক'টা ড্রাইভ মিলিয়ে হাতে বানাতে হল এই স্টোরেজ ডিভাইসটি.. দ্্বিতীয় সারির ছবিতে দেখা যাচ্ছে 1956 সালের র্যামাক ডিভাইস [link|http://www.magneticdiskheritagecenter.org/|AviI Rvb

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.