খুবই খুবই ছোট্ট একটি সফটওয়্যার আছে যেটি দিয়ে আপনি আপনার হার্ডডিস্ক বা পেনড্রাইভের নির্দিষ্ট কোনো ফাইল বা ফোল্ডার ডিফ্র্যাগমেন্ট করতে পারবেন। এটি উইন্ডোজের ডিফল্ট ডিফ্যাগের চেয়ে এটা অনেক অনেক ভাল। এর জন্য পুরো ড্রাইভ
ডিফ্র্যাগমেন্ট করতে হবে না।
নাম:
Defraggler।
Defraggler-এর সাহায্যে আপনার কোনো
একটি ড্রাইভে কোন কোন ফাইল ফ্র্যাগমেন্টেড সেটারও একটা লিস্ট দেখতে পারেন।
সেই লিস্ট থেকে চাইলে কোনো নির্দিষ্ট ফোল্ডারের ফ্র্যাগমেন্টেড ফাইলগুলো সিলেক্ট
করে সেগুলো শুধু ডিফ্র্যাগমেন্ট করতে পারেন। আপনি তাই কম সময়ে শুধুমাত্র
দরকারী ফাইলগুলোকে ডিফ্র্যাগমেন্ট করে আপনার কাজ চালিয়ে যেতে পারেন।
সাইজ কম ৭২৭ কেবি মাত্র।
ডিফ্র্যাগ্লার তৈরি করেছে জনপ্রিয় সিক্লিনার এর নির্মাতারা। খুবই ভাল।
আমার খুব প্রিয়
ফ্রিওয়্যার।
লিংক : http://www.defraggler.com/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।