আমাদের কথা খুঁজে নিন

   

টেকনোলজি টুডে ব্লগার্স কন্টেস্টের বিজয়ীদের তালিকা

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার
১লা অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলা টেকনোলজি টুডে ব্লগার্স কন্টেস্টের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কর্তৃপক্ষের পূর্বের দেয়া ঘোষণা অনুযায়ী আজ নতুন বছরের ১ম দিনে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হল। এছাড়া টেকনোলজি টুডে ব্লগের সকল সম্মানীয় ব্লগারের কাছে ইমেইল করে জানানো হয়েছে। পাশাপাশি টেকনোলজি টুডে ব্লগ, টেকনোলজি টুডে অনলাইন, টেকনোলজি টুডে অনলাইনের ফেসবুক ফ্যান পেজ এবং টুইটার পেজে এ বিষয়ে আপডেট করা হয়েছে। বিজয়ীদের তালিকা * প্রথম – নাদিয়া আক্তার * দ্বিতীয় – আমিনুল ইসলাম সজীব * তৃতীয় – ফাহিম রেজা বাঁধন * চতূর্থ – জাকির হোসাইন * পঞ্চম – পুদিনা পাতা * ষষ্ঠ – রাহাত রহমান * সপ্তম – আবু মোঃ আল মোজাহিদি * অষ্টম – সীমান্ত রোমেল * নবম – মিঠু এ কাইয়ুম, ফারহান হাবিব * দশম – ইফতেখার হোসেইন পলাশ, এন.সি.দাস(আমি), এম.এইচ বুলবুল, লাকি এফ.এম পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিজয়ী সকল ব্লগারদের হাতে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেয়া হবে। পুরস্কার প্রদানের দিন টেকনোলজি টুডে ব্লগের সকল ব্লগার কে আমন্ত্রণ জানানো হবে। ফেব্রুয়ারি মাসে টেকনোলজি টুডের ৯ম বর্ষপূর্তি অনুষ্ঠান এর আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে ব্লগার্স কন্টেস্টের পুরস্কার প্রদান করা হবে। [টেকনোলজি টুডে]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.