sadhincheta@ymail.com
টাকায় টাকা আনে। পুঁজিবাদের এই মৌলিক ধারাকে আরো শক্ত করে তুলছে টেকনোলজির উন্নয়ন। প্রযুক্তির উন্নয়নের ছোঁয়া আমাদের দেশেরও লেগেছে। বিশেষ করে আইটি সেক্টরে আমরা উন্নতি করছি। কিন্তু প্রশ্ন হল এর ফল কে ভোগ করছে।
উত্তর হল যারা অর্থ ব্যয় করে এ বিষয়ের যন্ত্রপাতি ক্রয় এবং এ বিষয়ে জ্ঞান অর্জন করতে পারছে তারাই এ ক্ষাতে আয় করতে সক্ষম হচ্ছে। গরিব মেধাবীরা—
#পারেনা যথেষ্ট টাকা ব্যয় করে পরাশুনা করতে।
#পারেনা ব্যয় বহুল কোর্সে অংশগ্রহন করতে।
#পারেনা প্রয়োজনীয় উপকরন সংগ্রহ করতে।
ফলে আমাদের দেশে যারা ধনীক শ্রেনী (এবং যাদের সম্পদের উৎস সম্পর্কে বারবার প্রশ্ন উঠে) তারাই আবার এ ক্ষাতে বিনিয়োগ করে আরও ধনী হচ্ছে।
গরিব গরিবই রয়ে যাচ্ছে। আইটি সেবা দরিদ্র সম্প্রদায়ের মাঝে পৌঁছে দেয়া মানে তাদের কাছে আইটি পন্য বিক্রি করা নয়। বরং তাদেরকে আইটি সেক্টরে সম্পৃক্ত করে তাদের অবস্থার উন্নয়নের সুযোগ দিতে হবে।
পুঁজিবাদের কালো থাবা থেলে আমরা কি মুক্তি পাব না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।