আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গলের বাইট্টা কাউছারের বিয়ে

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

শ্রীমঙ্গলে দুই ফুট উচ্চতার শারীরিক প্রতিবন্দী মো. কাউছার মিয়া ওরফে বাইট্টা কাউছারের বিয়ের পিড়িতে বসা ছিলো শুধুই স্বপ্ন। রূপকথার গল্পের মতো অনেকে অনেকভাবে কল্পনাও করতেন তাকে নিয়ে। এদিকে আর্থিক সংকটের কারনে কন্যাদায়গ্রস্থ পিতা জাকির মিয়ার মেয়ে আড়াই ফুট উচ্চতার শারিরিক প্রতিবন্ধী মাহমুদার আক্তারের বিয়েও অসম্ভব হয়ে পড়ে। এ বিষয়গুলি শ্রীমঙ্গলের স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পাঞ্জেরী যুব সংঘের দৃষ্টি গোচর হলে তারা আলোচনা সাপেক্ষে ধর্মীয় বিধান অনুযায়ী বুধবার রাতে তাদের বিয়ের আয়োজন করেন।

আর বিয়েতে মাইকিং করে তারা নিমন্ত্রন জানান কয়েক হাজার মানুষকে। বিয়েতে দেনমোহর ছিল পঞ্চাশ হাজার টাকা। আর স্বাক্ষী ছিলেন সংগঠনের সদস্য কবির আহম্মদ ও বাপ্পি। উকিল ছিলেন সংগঠনের উপদেষ্টা মেন্দি মিয়া। ব্যাতিক্রমী এ বিয়ে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান তফুজ্জুল হোসেন ফয়েজ, শিক্ষক অনুপ দত্ত, পৌর আওয়ামীলীগ সভাপতি শাহাদত হোসেন প্রমুখ।

এদিকে মাইকিং শুনে বাইট্টা কাউছারের বিযে দেখতে উপজেলার প্রায় তিন সহস্রাধিক লোক বিয়ে বাড়িতে ভিড় করেন। খুবই আনন্দ ঘন পরিবেশে বিয়ে সম্পন্ন হলে বিয়েতে আগত হাজার হাজার দর্শকদের জন্য আয়োজন করা হয় ব্যান্ড শো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.