গেল বছর কয়েকদিনের জন্য শ্রীমঙ্গল গেছিলাম বেড়াতে। নীল কন্ঠ চা কেবিন এর ওপর আর্টিকের টেলিভিশনে আগেই দেখেছিলাম মুন্নীসাহার একটা রিপোর্টে। তাই ইচ্ছা ছিল চাক্ষুষ দর্শনের। শ্রীমঙ্গল শহর থেকে ৪৫ মিনিট লাগে রিক্সায়। এক বিকেলে গেলাম সেখানে।
সত্যিই অসাধারন এক কারিশমা! এক কাপে পাঁচ স্তর বিশিষ্ট চা। কোনটির সাথে কোনটি মেশেনি (তবে নাড়লে বা ঝাঁকি দিলে মিশে যাবে, তাই প্রায় না নড়িয়ে সাবধানে চুমুক দেয়া লাগে)। সব স্তরের স্বাদ ভিন্ন। কোনটা লেবু চা তো কোনটা দুধ। কোনটা আবার শুধু লিকার।
সে চা পান এক মজার অভিজ্ঞতা বটে।
চায়ের মূল্য তালিকা।
যন্তর মন্তর ঘর (এখানেই চা তৈরী হয়)
চা পরিবেশিত হল (৫ স্তর বিশিষ্ট চা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।