আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে এসো সুরঞ্জনা

আমি পেশায় একজন স্পীচ থেরাপিষ্ট কিন্তু ব্লগ পড়া আমার নেশা। আর একটা নেশা আছে সেটা হল মুক্তিযুদ্ধের আসল ইতিহাস প্রতিটা মানুষের কাছে পৌছে দেয়া। আমি সে চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। আমি কোন ভালো লেখক নই কিন্তু আমি একজন ভালো পাঠক।

সুরঞ্জনা!! বলেছিলে শাহবাগে যেওনা কিছুই হবে না!!! আমি শুনিনি কারণ তখন ছিলাম আমি চির আশাবাদীদের দলে।

তুমিই ঠিক ছিলে কিছুই হয় নি গিয়েছিলাম বিচার চাইতে ফিরে এসেছি নাস্তিকের তকমা নিয়ে। । বলেছিলে মিথ্যা দেশপ্রেম তোমার যে মুখে দেশপ্রেমের বড় বড় কথা সেই মুখেই তোমার বেনসন না চড়ালে হয় না ভণ্ড দেশপ্রেম তোমার। সেদিন ও শুনিনি তোমার কথা কারণ??? চিরটা কালই যে আমি নাক উঁচুদের দলে। তুমিই ঠিক ছিলে আমার দেশপ্রেম দিয়ে আমি কিছুই করতে পারিনি ফিরে এসেছি দল প্রেমিকের তকমা নিয়ে।

। বলেছিলে তুমি যা বলছো তার প্রতিটা বাক্য সত্য, উত্তরে বলেছিলাম যা বলছো তার সবই মিথ্যা। আমি বলেছিলাম না সে আমাকে মিথ্যা বলতে পারে না, বলেছিলে সব একদিন সত্য হবে বলেছিলে ওখানে তোমার কোন সত্য বন্ধু নেই যে তোমাকে সত্যটি বলতে পারে। আমি বিশ্বাস করিনি কারণ আমি যে তোমাতে-অবিশ্বাসীদের দলে। বলেছিলে স্বপ্ন নিয়ে, স্মৃতি নিয়ে বেশীদিন বেচে থাকা যায় না বলেছিলাম যায় খুব যায় এইযে আমি আমার ১১ মাসের স্মৃতি নিয়ে বছরের পর বছর কি সুন্দর বেচে আছি বলেছিলে নতুন করে বাঁচতে একে নাকি বাঁচা বলে না !! শুনিনি কারণ আমি যে চিরদিন একাকীদের দলে।

মনে আছে শেষ দিন তোমাকে বলা কথাটা??? " কবিতা তোমায় দিলাম আজকে ছুটি!!!!" আজ তোমার বলা সবই সত্য হয়েছে শুধু তুমিই হয়ে গেছো মিথ্যা এই জীবনভূমিতে তুমি আজ শুধুই মরীচিকা। । ফিরে এসো!!! সুরঞ্জনা!! ফিরে এসো !! আগের মতই কোন এক নক্ষত্র ভরা রাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.