আমাদের কথা খুঁজে নিন

   

সত্য ও ন্যায় কথা বলার জন্য মানবাধিকার কমিশন



যশোর: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, সরকার মানবাধিকার কমিশন গঠন করেছে সত্য ও ন্যায় কথা বলার জন্য। শুক্রবার দুপুরে যশোরে বেসরকারি সংস্থা রাইটস যশোরের আয়োজনে জিলা স্কুল অডিটরিয়ামে মানবপাচার প্রতিরোধে গঠিত কাউন্টার ট্রাফিকিং উইমেন ফোরামের (সিটিডব্লিউএফ) জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘দেশের সব শিশু সদনে মাথাপিছু ১১শ’ ৫০ টাকা খাদ্য বরাদ্দ আছে। নাস্তাসহ চারবেলা খাবারে এই টাকায় একজনের খাওয়া সম্ভব কিনা তা ভেবে দেখা দরকার। এসব শিশুদের নাস্তার খরচ ১ টাকা ৩৮ পয়সা। বর্তমানে এই টাকায় পেট ভরে খাওয়া কীভাবে সম্ভব?’ তিনি বলেন, ‘শুধু পাচার নয়, ইভটিজিং, নারীর প্রতি বৈষম্যসহ সব ধরণের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হলে কোনো অপশক্তি মেয়েদের দাবিয়ে রাখতে পারবে না।’ রাইটস যশোরের সভাপতি অ্যাডভোকেট শরীফ আব্দুর রাকিবের সভাপতিত্বে কনভেনশনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. কামাল উদ্দিন আহমেদ, খুরশিদ আলম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আমিনুল ইসলাম, এনজিও বিষয়ক ব্যুরো’র পরিচালক (অডিট) জাফর উল্লাহ, শিা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলমগীর প্রমুখ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.