আমাদের কথা খুঁজে নিন

   

টাকা দিচ্ছে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসর শেষ হয়েছে ছয় মাস হতে চলল। অথচ এখনো ক্রিকেটারদের প্রাপ্য অর্থ দেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোর কোনো উদ্যোগ নেই। এই অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ২৯ জুলাইয়ে এক বৈঠকে সিদ্ধান্ত নেয় ক্রিকেটারদের ২৫ শতাংশ টাকা দেওয়া হবে বোর্ড থেকে। এই সিদ্ধান্তই কার্যকর করা শুরু করেছে বিসিবি। ইতোমধ্যেই প্রায় ১২ জন ক্রিকেটারকে ২৫ শতাংশ টাকা পরিশোধ করেছে বোর্ড।

আশা করা হচ্ছে ঈদের আগেই অন্তত ৫০ শতাংশ ক্রিকেটারদের প্রাপ্য ২৫ শতাংশ টাকা বুঝিয়ে দেওয়া সম্ভব হবে। বাকিদের টাকা ঈদের পর দেওয়া হবে। গতকাল এসব তথ্য জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মলি্লক।

'আমরা কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে তালিকা পেয়েছি। তাদেরকে অর্থ দেওয়া শুরু করেছি।

আর কিছু ফ্র্যাঞ্চাইজির তালিকা এখনো আমরা পাইনি। তাদের অর্থ দেওয়া হবে ঈদের পর। তবে সবার চেকই তৈরি হয়ে আছে। ' গতকাল জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব মলি্লক। বিপিএলের বাকি থাকা অর্থ নিয়ে অবশ্য অনেক তর্ক-বিতর্ক হয়ে গেছে।

বোর্ডের সঙ্গে এই নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মনোমালিন্যও কম হয়নি। সবমিলিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের ২৫ শতাংশ পাওনা বুঝিয়ে দিয়েছিল আগেই। বাকি ৭৫ শতাংশ অর্থ দীর্ঘসময় পাড় হলেও দেওয়ার নাম গন্ধ ছিল না। এই অবস্থায় হার্ড লাইনে যায় ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজিগুলোকে সতর্ক করে দেওয়া হয়, ক্রিকেটারদের প্রাপ্য বুঝিয়ে দিতে না পারলে আগামী আসরে তাদেরকে অংশ নিতে দেওয়া হবে না।

গতকালও এই তথ্য জানিয়েছেন ইসমাইল হায়দার মলি্লক। 'আমরা ইতোমধ্যেই বলে দিয়েছি যেসব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের পাওনা মিটিয়ে দিবে না তারা আগামী বিপিএলে অংশ নিতে পারবে না। ' এমন হুমকির পর অনেক ফ্র্যাঞ্চাইজিই এখন নরম সুরে কথা বলতে শুরু করেছেন। সে যাই হোক, ক্রিকেটারদের পাওনা টাকা পেলে তবেই তারা আগামী আসরে খেলার প্রতি আগ্রহী হতে পারেন।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.