.....
কোন এক নি:সঙ্গতায় খুঁজে পেয়েছিলাম তোমায়
তবে তোমার এমন দেবদ্যুতি'র ন্যায় আগমনে বিস্মিত হইনি আমি ....
তোমার চক্ষের পাতার নিচে লুকিয়ে থাকা কালো আয়নায় দেখতে শিখেছিলাম আমার আমি কে ....
তোমার হাজার কথার মধ্যেকার মুখভঙ্গিমায় যেন -
প্রভুহীন কুকুরের মত নির্বাক চরিত্র আমার প্রস্ফুটিত হত সবাক আলোকচিত্রে ....
প্রতিদিনের শুভাগমনে তোমাতে স্মরিয়া আমার দিনগুলো হয়ে উঠত স্বপ্নিল ,বর্ণিল ,সুবাসিত
আমি তোমার জন্য রচেছিলাম আবেগের সাহিত্য ....
তার প্রত্ত্যুতরে তুমি নিষিদ্ধ করেছ আপনারে ...
মৃতদের মিছিলে ওরাচ্ছ রঙিন রুমাল
আমার ধৈর্য সীমার শেষ ছায়াকে পতিত করেছ নিজের শেষ ছায়ায়
তবুও ওই নিস্প্রাণ বাতাসের মাঝে আমি যেন খুঁজে পাই তোমাকে ..
তুমি সপ্রাণ বাতাস হয়ে হাতছানি দাও আমার ঘুমের দ্বিতীয় প্রহরে
ভুলি নাই ,,
আমি ভুলিনাই তোমার সেই চির অমলিন আর অন্ধকার এর গভীরে ফিরে দেখা দুটি চোখের ছায়া কে ....
ছায়া ছিল সম্মুখে আর আমার অন্তরে বাজছিল রুদ্ধ তড়িত বীণা .
তোমার চোখে প্রানের আবেগ ছিল ...কিন্তু ছিলনা কোন ... বিশাখার অনিমিখ বেগ .
যা তোমায় করেছে ধন্য .....আমায় করেছে গর্বিত ..
.তুমি নিষিদ্ধ হলেও তোমা...র প্রানের আবেগ লুন্ঠন করেছে আমায় .....
তোমার বাতাসের ঘূর্ণিতে গ্রাস কর আমায়
আমি তো তাই চাই ..
তোমার আধারের আলো করে নিয়ে যাও আমায় তোমারি আশ্রয়ে
আমি তো তাই চাই ..
আমার নি:সঙ্গতায় পুনরায় একটু স্পর্শ কর
আমি তো তাই চাই................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।