জাবেদ ইকবাল। ছোটকা থেকেই লেখালেখি তার এক ধরণের বদ অভ্যাসে পরিণত হয়।
জাভেদ ইকবাল
২০১০ সাল ছিল যেন বিয়ের বছর। প্রায় প্রতি মাসেই লেগে ছিল শোবিজ মিডিয়ার তারকাদের বিয়ের হিড়িক। আজ একজনের বাগদান তো কাল অন্যজনের বিয়ে, এমন চিত্রও দেখা গেছে এ বছর
মোস্তফা সরওয়ার ফারুকী-তিশা :
১৬ জুলাই ঢাকার একটি অভিজাত হোটেলে বিয়ে করেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী ও অভিনেত্রী তিশা।
বলতে গেলে এ বছরের সবচেয়ে আলোচিত বিয়ে ছিল এটি। 'পারাপার' নামে একটি টেলিছবির শুটিং করার সময় তাদের দু'জনের মধ্যে পরিচয়। তখন তাদের মধ্যে কোনো সম্পর্ক হয়নি। এরপর ফারুকী '৬৯' নামে ধারাবাহিক শুরু করেন। ২০০৫ সালের ৩১ অক্টোবর থেকে দু'জনের মন দেওয়া-নেওয়া শুরু হয়েছিল।
সেই প্রেমের পরিণতি হলো চলতি বছরের ১৬ জুলাই বিয়ের মধ্যদিয়ে।
দেবাশীষ বিশ্বাস-তানিয়া :
গত ২৯ এপ্রিল উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও অভিনেত্রী-উপস্থাপিকা তানিয়া প্রেমের পরিণতিতে বিয়ে করেন।
বাঁধন-সনেট :
লাক্স সুন্দরী বাঁধন অনেকটা চুপিসারেই ৮ সেপ্টেম্বর বিয়ে করেন। পাত্র ব্যবসায়ী সনেট। বিয়ের পরই তারা হানিমুনের জন্য যান নেপাল।
সেখান থেকে দেশে ফিরে নিজের বিয়ের কথা জানান দেন তিনি।
আলিফ-তন্বী :
২১ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেন মডেল-অভিনেতা আলিফ। পাত্রী নাহিদা মাহমুদা তন্বী। আলিফ-তন্বীর পরিচয় খুব বেশিদিনের নয়। তবে বিয়ের সিদ্ধান্তটা হুট করেই নেওয়া হয়।
নঈম ইমতিয়াজ নেয়ামুল-সুরাইয়া শান্তা :
৪ জুন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল বিয়ে করেছেন মডেল-অভিনেত্রী সুরাইয়া শান্তাকে। ২০০৭ সাল থেকে নেয়ামুল-শান্তার পরিচয়-প্রেম। আইন বিষয়ে অনার্স পড়ূয়া শান্তা শখের বশে মিডিয়ায় কাজ করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।