আমাদের কথা খুঁজে নিন

   

ক্লোজ আপ তারকাদের গান



ক্লোজ আপ ওয়ান শেষ হওয়ার পর মনে আশা জেগেছিলো যাক 10 জন শিল্পি পাওয়া গেলো, যারা ভালো গায়। তাদের সবারই গীতিসংকলন প্রকাশ করার কথা। সেই ধারা মতো রুমি-মেহরাবের যৌথ গীতি সংকলন পেয়ে শুনলাম, গানের মান ভালো না, এমন কি প্রতিনিধিত্বমূলক একটা গান মনে আসলো না যা কাউকে শোনার অনুরোধ করবো। এর পর সামান্য বিরতিতে আসলো বিউটির চরণদাসী আর নোলক বাবুর সে যে কন্যা ভালো। নোলক বাবুর গলা ভালো এটাতে কারো সন্দেহ নেই, ক্লোজ আপের ভোটেও এটার প্রতিফলন ঘটেছে তবে তার সে যে কন্যা ভালো এই গীতি সংকলনটা কোনো মতেই তার নামের প্রতি সুবিচার করে নাই।

খুবই কাঁচা গান। হয়তো শ্রুতিমধুর, তবে গানগুলো ঠিক কোথায় যেনো স্পর্শ করতে পারে না। কিছু গান শুনে খুব পুরোনো বাংলা গানের কথা মনে হয়, তবে পুরোনো গানের সেই মাদকতাটা অনুপস্থিত। আমার ধারনা নোলক বাবুর আরও খুঁতখুঁতে হওয়া উচিত ছিলো গান বাছাইয়ে। ভালো গান কিংবা খুব ভালো গান বলে কোনো গানকে সামনে আনতে পারছি না, সব গুলোই সমমানের গান।

যদি 100 তে নম্বর দিতে হয় তাহলে হয়তো এটাকে 50 এর আশে পাশে দিতে হবে। অবশ্য বিউটির চরনদাসী এই আক্ষেপটা দুর করেছে, চমৎকার সুরযোজনা, গায়কীর সামান্য দুর্বলতা সত্ত্বেও অনেক দিন পর শোনা একটা গীতি সংকলন যা বারবার শুনলেও বিরক্তবোধ হয় না। হয়তো সেই লোকায়ত সুরের টান, সেই দেশজ রাগ, যা আমাদের ভেতরের শেকড়ে গিয়ে আলতো পরশ বুলায় কিংবা পরিশ্রম বা সাধনা এবং নিজস্বতা, যে কারনেই হোক না কেনো গানগুলো শুনতে খারাপ না, অবশ্য লালনের গানগুল গাওয়ার সময় আমার ভেতরে যেমন প্রত্যাশা ছিলো তা পুরণ হয় নি, এর পরও এটা অবশ্যই সংগ্রহে রাখার মতো একটা গীতি সংকলন। যদি 100 তে নম্বর দিতে হয় তবে এই সংকলনটা 80 র উপরে পাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.