বাংলাদেশ মাইকেল জ্যাকসন হঠাৎ করে মারা গেলেন। ভক্তদের কাঁদিয়ে গেলেন। তাঁর মৃতু্র কয়েকমাস আগে তিনি ইসলাম ধর্ম গ্রহন করেছিলেন। এখবর মিডিয়াতে প্রচারও হয়েছিল।
ইহুদী ও খ্রিস্টানরা তাদের ধর্মের প্রচার ও প্রসারের জন্য অনেক অর্থ ব্যয় করে থাকেন।
সাধারন মানুষজন মিডিয়া ব্যক্তিত্ব বিশেষ করে বিভিন্নক্ষেত্রে স্টার বলে পরিচিতদের অন্ধ ভক্ত হয়ে থাকেন। তাদের অনুসরন ও অনুকরনও করে থাকেন।
মাইকেল জ্যাকসনের ইসলাম গ্রহন ও ৯/১১-এর ঘটনার পরে পাশ্চাত্যে ইসলাম ধর্মের প্রসার ঘটতে থাকে সবচেয়ে বেশি।
যদি মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহন করার পর ইসলাম প্রচারে নামতেন তবে তা ছিল ইহুদী ও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য চরম ভয়ের কারন। মাইকেলের (মীকাঈল) ইসলাম প্রচারে হয়তো সারা বিশ্বের কয়েক কোটি লোক ইসলাম গ্রহন করতো, যারা তাকে অন্ধভাবে অনুসরন করেন।
এমন তো হয়নি যে সেই ভয় থেকে বাঁচতে মাইকেলকে হত্যা করা হয়েছে? একটু চিন্তা করবেন।
আমেরিকার আরেক গায়ক ক্যাট স্টিভেন্স ইসলামের মাহাত্বে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন এবং নাম পরিবর্তন করে রাখেন "ইউসুফ ইসলাম"। এই ইউসুফ ইসলামকেও ইসলাম ধর্ম গ্রহনের কারনে অনেক কষ্ট ও অত্যাচার সইতে হয়।
হেভিওয়েট মুষ্টিযোদ্ধা মাইক টাইসনও ইসলাম গ্রহন করেন।
আরেক বিখ্যাত কিংবদন্তী হেভিওয়েট মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীও খ্রিস্টান ছিলেন।
পরে ইসলাম ধর্ম গ্রহন করে মোহাম্মদ আলী নাম ধারন করেন।
আমরা অনেকেই জানি হলিউডে একটি সড়ক আছে যার মধ্যে স্টার বা সুপারস্টারদের নাম ও স্বাক্ষর অঙ্কিত মার্বেল পাথরের ব্লক বসানো থাকে। বিভিন্ন দেশের পর্যটক বা ভ্রমণবিলাসী ব্যক্তিগণ সেসব ব্লকের পাশে বসে ছবি তোলেন; হেঁটেও যান তার উপর দিয়ে।
মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে সেই সম্মানে ভূষিত করে সেই রকম ব্লকে স্বাক্ষর দিতে বলা হলে তিনি জানান যে তিনি একটি শর্তে স্বাক্ষর প্রদান করতে পারেন আর তা হল ব্লকটি রাস্তায় নয় বরং রাস্তার পাশে দেয়ালে লাগাতে হবে। শর্তটি শুনে কর্তৃপক্ষ কারন জানতে চাইলে তিনি বলেন, সর্বশ্রেষ্ঠ নবীর নামের "মোহাম্মদ" আর তাঁর সাহাবী ও খলিফা "আলী"র নাম যুক্ত হয়ে তার নিজের নাম হয়েছে "মোহাম্মদ আলী"।
সূতরাং তিনি এ নামটি রাস্তার ব্লকে থাকার আর এর উপর দিয়ে মানুষ হেঁটে যাবে এটি তিনি হতে দিতে পারেন না। হয় ব্লকটি দেয়ালে লাগাতে হবে নয়তো কোথাও লাগানোর প্রয়োজন নেই।
আমরা হলে কি করতাম। সারা বিশ্বের নামী দামী স্টারদের নামের সাথে আমার নাম থাকবে এতো আমার সৌভাগ্য। লুফে নিতাম সুযোগ।
আল্লাহ্ উপরোক্ত মুমিন, মুসলিম ভাইদের শান্তি দান করুন এবং আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। সুস্থ্যতা দান করুন আমাদের মন ও মানসিকতার।
ধন্যবাদ।
নাছিরুল ইসলাম
০১৬৭০-১৪০৩৪২ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।