আমাদের কথা খুঁজে নিন

   

তারকাদের ঈদ

শহীদুজ্জামান সেলিম
ব্যস্ত তারকা সেলিম এবারের ঈদে মাত্র তিনদিনের ছুটি নিয়েছেন কাজ থেকে। এরপরই আবার ফিরে যাবেন মিডিয়াজগতে। এই তিনদিনের বেশিরভাগ সময় বাসাতেই থাকবেন। আত্মীয়, বন্ধুদের সঙ্গেও দেখা করবেন। তবে এরমধ্যে বিশেষ কাজ আছে একটা।

তা হচ্ছে, মায়ের সঙ্গে দেখা করা ও সময় কাটানো।
আনিসুর রহমান মিলন
চাঁদরাত থেকে ছুটি অভিনেতা আনিসুর রহমান মিলনের। পরিকল্পনা করেছেন, চাঁদরাতে শপিং করতে যাবেন। এরপর টানা ৬ দিন ছুটি। তখন খাওয়াদাওয়া আর ঘুম।

টিভি দেখা আর বউবাচ্চা নিয়ে বেড়ানো। লং ড্রাইভের নেশা আছে। বেড়াতে যেতে পারেন। ছুটি ফুরালে আবার কাজ।
রুমানা মালিক মুনমুন
প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে ঈদ করছেন উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন।

অতিথি আসবে শ্বশুরবাড়িতে। তাই অতিথি আপ্যায়নে ব্যস্ত সময় কাটাবেন ঈদে। ঈদের দিন স্পেশাল কোনো আইটেম রান্নারও ইচ্ছে আছে। তবে এক ফাঁকে বাবার বাড়িতে বেড়াতে যাবেন।
শাহাদাত হোসেন
এবারের ঈদে দারুণ ব্যস্ত অভিনেতা শাহাদাত হোসেন।

কারণ, ২ অগাস্ট থেকে চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন। পরিচালক মাত্র তিনদিনের ছুটি দিয়েছেন তাকে। সেই সঙ্গে অনুরোধ করেছেন যেন, ঢাকার বাইরে না যাওয়া হয়। চেষ্টা করবেন, বন্ধু-পরিজনের সঙ্গে দেখা করে, কথা বলে সামাজিকতা রক্ষার।
জিনাত সানু স্বাগতা
ঈদের সময়টা ব্যস্ততার অন্ত থাকে না অভিনেত্রী, কণ্ঠশিল্পী ও উপস্থাপিকা জিনাত সানু স্বাগতার।

এবারও বেশ কাজ করেছেন তিনি। ঈদের দিনও উপস্থাপনা করবেন একটি অনুষ্ঠানের। এত ব্যস্ততা সত্ত্বেও এবার চেষ্টা করবেন অনেকদিন না দেখা হওয়া, না কথা বলা মানুষগুলোর সঙ্গে সময় কাটাতে। তাদের একটু খুশি করতে।
রেজাউল করিম লিমন
সংগীতশিল্পী রেজাউল করিম লিমনের কাছে ঈদ মানে নামাজ পড়া, আত্মীয়-বন্ধুদের বাসায় বেড়াতে যাওয়া, আড্ডা দেওয়া, খাওয়াদাওয়া করা।

এসব কাজ তিনি করেন মন দিয়েই। ঈদের জন্য স্টুডিওর কাজে চাপ কিছুটা কম থাকবে। এবার ঈদের দিন কোথাও গাইতে যাচ্ছেন না তিনি।
সোমনূর মনির কোনাল
দাদুর বাসায় সকালের নাস্তা, দুপুরের খাবার নানুর বাসায়, পরে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা। এরপর রাতের খাবার যে কোথায় জোটে কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনালের, এ নিয়ে সংশয় আছে ।

কোনাল দেশে ঈদ করলে মিস করেন মা-বাবাকে। আবার কুয়েতপ্রবাসী পরিবারের সঙ্গে ঈদ করলে, নানু, দাদুদের মিস করেন। তবে এবার মা এসেছেন দেশে। একসঙ্গে ঈদ করতে। দেশে এসে মা তাকে কিনে দিয়েছেন শিফনের নীল রংয়ের লম্বা কামিজ।

এই কামিজ নিয়ে করেছেন বিশেষ পরিকল্পনা। পরিকল্পনাটা হচ্ছে ঈদের দিন, মা-মেয়ে হুড নামানো রিকশা করে ঘুরবেন একসঙ্গে।
ইয়েমিন হক ববি
অভিনেত্রী ইয়েমিন হক ববির ঘাড়ে এখন কাজ, কাজ আর কাজ, চাঁদরাতের আগের দিন পর্যন্ত কাজ। ছুটিও খুব বেশি না, মাত্র তিনদিন। জানালেন, পরিবারের সঙ্গে ঈদ করবেন ঢাকায়।

পরিকল্পনা করে কোথাও বেড়াতে যাওয়া বা কারও বাসায় যাওয়ার ইচ্ছা নেই এবার। বরং এই কদিনে যতটা সম্ভব বাসায় বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন তিনি। ঈদের পরে আবার শুটিং শুরু হবে তো।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।