আমাদের কথা খুঁজে নিন

   

তারকাদের এই যুদ্ধে কার হবে জয়?

জাবেদ ইকবাল। ছোটকা থেকেই লেখালেখি তার এক ধরণের বদ অভ্যাসে পরিণত হয়।
বলিউডে এমন একটা সময় ছিল বড় পর্দায় তারকারা জনপ্রিয়তা হারিয়ে যাবার পর ছোট টিভি পর্দায় নিজের মুখ দেখানোটাকে অপমানজনক মনে করতেন। কিন্তু এখন সময় বদলেছে। দিন বদলের স্রোতে সেই পুরোনো ধারা ভেঙ্গে এখন ছোট টিভি পর্দায় উপস্থাপক বা সঞ্চালক হিসেবে উপস্থিত হওয়াটা তারকাদের জন্য অত্য�� মর্যাদার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

প্রথম ২০০০ সালে কৌন বনেগা ক্রোড়পতি এর উপস্থাপক হিসেবে বাজিমাত করেন বিগ বি তথা অমিতাভ বচ্চন। তাঁর ক্যারিশমাটিক ইমেজ ও দুর্দান্ত উপস্থাপনার কারণে কেবিসি অল্প দিনেই অনুষ্ঠানটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। ২০০৬ সালে কেবিসির দ্বিতীয় সিজনে অমিতাভ থাকলেও পরে ২০০৭ সালে এই অনুষ্ঠানটির থার্ড সিজনে শাহরুখ খানকে উপস্থাপনার দায়িত্বে দেখা যায়। শাহরুখ খান উপস্থাপনায় তাঁর নিজ�^তার প্রকাশ ঘটিয়ে দর্শকদের চমকিত করলেও ততটা সফল হতে পারেনি। তাই কৌন বনেগা ক্রোড়পতি কর্তৃপকে এই অনুষ্ঠানের উপস্থাপক নির্বাচনের জন্য আমির খান থেকে শুর� করে অনেকের নাম শুনলেও শেষ পর্য�� অমিতাভ বচ্চনকে পুনরায় দায়িত্ব দেয়া হয়।

কেবিসির আগের সিজনগুলো ভারতের জনপ্রিয় টেলিভিশন স্টার প�াসে প্রচারিত হলেও এবার প্রচারিত হচ্ছে সনি টিভিতে। তাছাড়া বিগ বি গত বছর কালারস টিভির আরেকটি আলোচিত টিভি রিয়েলিটি শো �বিগ বস� তৃতীয় সিজন উপস্থাপনা করেছিলেন। ব্রিটিশ টিভি রিয়েলিটি শো �বিগ ব্রাদার�-এর অনুকরণে নির্মিত ভারতীয় টিভি শো �বিগ বস�। এই অনুষ্ঠানের প্রথম সিজনের উপস্থাপক ছিলেন সার্কিট খ্যাত আরশাদ ওয়ার্সি। পরে অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনে উপস্থাপনায় শিল্পা শেঠিকে দেখা গিয়েছিল।

অন্যরা পারলে আমি কেন পারবো না- এমন এক জেদ নিয়ে ছোট পর্দায় উপস্থিত হন সালমান খান। ২০০৮ সালে সনি টিভির �দশ কা দাম� অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করে বাজিমাৎ করেন। এই অনুষ্ঠানটি প্রচুর জনপ্রিয়তা হওয়ায় কর্তৃপ পরের বছরও সালমানকে উপস্থাপনার দায়িত্ব দিতে বাধ্য হয়। আর সালমানের এই জনপ্রিয়তাকে উপস্থাপনাকে পুঁিজ করে বিস বস কর্তৃপ অনুষ্ঠানটির চতুর্থ সিজনের দায়িত্ব সালমানের হাতে অর্পণ করে। তাই সবার মাঝে কানঘুষা হচ্ছিল সালমান কি পারবে বিগ বিকে পরা�� করতে? কিন্তু এর মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত হন অয় কুমার।

বহুল আলোচিত ও জনপ্রিয় কালারস্ টিভির রিয়েলিটি শো �খাতরো কে খিলাড়ি� অনুষ্ঠানের ২০০৮ ও ২০০৯ সালে উপস্থাপক ছিলেন অয় কুমার। নিজের সুনিপুণ মেধার মাধ্যমে সফলভাবে উপস্থাপনা করে দর্শকদের কাছে যথেষ্ট সুনাম কুড়িয়ে ছিলেন তিনি। সিনেমায় আসার আগে অয় বাবুর্চি হিসেবে ব্যাংককের হোটেল ও রেস্টুরেন্টে কাজ করেছিলেন। নিজের বা��ব জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারে স্টার প�াস টিভি পর্দায় �মাস্টার শেফ� রান্নাবান্নাবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনায় হাজির হয়েছেন। চলতি অক্টোরর মাসে এই তিনজনের উক্ত অনুষ্ঠানগুলো প্রচারিত হচ্ছে।

তবে টিআরপি চার্টে সবচেয়ে এগিয়ে আছেন অমিতাভ বচ্চন (৬.২১)। কমনওয়েলথ খেলার সময়ে প্রচারিত হওয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সালমান (৪.৮) এবং সর্বশেষ অয়(২.৫৯)। কিন্তু এেেত্র বলিউডের সমালোচনাকারী বলছে ভিন্ন কথা। তাদের মতে তারকাদের প্রত্যেকেই বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও পূর্বে সফল হয়েছেন। তাই তারা এসব অনুষ্ঠানকে তারকাযুদ্দ না বলে একে টিভি-চ্যানেল যুদ্ধ নামে অভিহিত করেছেন।

জাবেদ ইকবাল আমাদের মিডিয়া.কম.বিডি
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।