আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বর জানে, তোমারও জানা উচিত

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

আমার ভালোবাসা এত সস্তা নয় নারী মায়ার কাঙ্গাল হতে পারি, তবে- ভাত ছিটালে হয়তো কাক পাওয়া যায়, ভালোবাসা ছিটালেই আমাকে নয়। আর কেউ জানুক না জানুক, থার্মোমিটার জানে- জ্বিহবার গরমে কখনো গলে না পারদ। ঈশ্বর জানে, তোমারও জানা উচিত, আমার চোখের নিছে প্রতি ইঞ্চি কালির জন্মদাত্রি মা তুমি, বুকের অসহ্য চিনচিন ব্যাথার উৎস তুমি। ভ্রমের আচল দিয়ে মুছে দিতে চাইলে তোমাকে সে সুযোগ দেবো কোন দুঃখে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।