আমাদের কথা খুঁজে নিন

   

তোমারও দোষ ছিল

অকবি @অ-কাজের কবি

তোমারও দোষ ছিল না হয় তোমার লম্বা চুল গুলো কিভাবে আমার শার্টের বোতামে আটকালো। যদি আমায় না জড়াতে তোমার বুকে যদি আমায় না ফেরাতে পিছন থেকে তোমার ওই কালো কালো তিল, টানা টানা চোখ রেশমি কালো চুল গুলো বে-শরম হয়ে কেন আমায় জাপটে ধরলো তোমারও দোষ ছিল না হয় সে দিন আমায় দেখে কেন ধড়ফড়িয়ে আমার দেহে ঢলিয়ে পড়লে পায়ে লাগালে হোঁচট হুঁশ ফিরেও না ফেরার ভানে বে-হুঁশ হয়ে তাকিয়ে রইলে আমার পানে চোখ খুলে আবার বুঁজে ফেল ডক্টর আসার আগেই নিজেই নিজে উঠে বললে এ নাকি তোমার স্বপ্নদোষ। তোমারও দোষ ছিল না হয় কেন অমন হল...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।