হার্ট যা পারে হাত এবং মুখ একযোগেও তা পারে না...
দীর্ঘ ছয় মাস ধরে সফটওয়্যার ফার্মটি প্রতিষ্ঠা করতে না পারার পর আব্বা হুজুর বলল এবার আর বেকার থাকার জো নেই, চাকুরি কর বাছা। সেই বেকার লাইফে কিছু ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউগুলো এখানে শেয়ার করছি। উদ্দেশ্য আমি কিভাবে ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করলাম।
এই ইন্টারভিউটা আমি দিয়েছিলাম কুইন্স কলেজে:
> স্যার আসব?
> আসেন।
> স্লামালেকুম স্যার।
> সালামটা আবার দেন। (লক্ষ্য করলাম যিনি কথাটা বললেন তাঁর মুখে খোঁচা খোঁচা দাড়ি, তার মানে ঘাপলা আছে)
> স্যার ঠিক করে দেব নাকি ভুল করে দেব?
> ভুল করে দেবেন কেন? ঠিক করে দেন।
> আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্ (মাখরাজ সহকারে)
> এত বলার দরকার নাই তো। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি পর্যন্ত বললেই তো হয়।
> স্যার হাদিসের বর্ণনা অনুযায়ী যে সালাম দেবে সে যতটুকু বলবে সালামের উত্তরে ঠিক ততটুকু বা তার চেয়ে বেশি পর্যন্ত বলা যায়। তবে তা কোনভাবেই সালাম দেয়া বা নেয়ার সময় আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এর চেয়ে বেশি বলা যাবে না।
> আচ্ছা ঠিক আছে বসেন। (আমি বসলাম) তাহলে আপনি প্রথমে ভুল করে সালাম দিলেন কেন? আপনি তো ঠিক করে সালাম দিতে জানেন।
> আসলে স্যার ভুল করে দিতে দিতে ভুলটাই আমাদের কালচার হয়ে গেছে তো তাই।
> ভুল একটা ব্যাপার কালচার হয়ে গেছে তাতেই আপনি সেটাকে মেনে চলবেন? আপনি তো সচেতন মানুষ। আপনি শুদ্ধ করে সালাম দেবেন না?
> স্যার একটা সময় ছিল যখন আমি সব সময় সবাইকে শুদ্ধ করে সালাম দিতাম। এমনকি আমার বন্ধু বান্ধবকেও। কিন্তু ওই সময়টায় আমি সবাইকে লক্ষ্য করতাম। দেখতাম আমার সালাম দেয়ার পর তার উত্তর দেয়া বাদ দিয়ে যাকে সালাম দিয়েছি সে হয় আড়চোখে তাকাচ্ছে না হয় মুচকি মুচকি হাসছে।
এমনকি আমার টিচারদের মধ্যেও এটা আমি লক্ষ্য করেছি। তার মানে এটা তারা পছন্দ করছে না। আমাকে পাগল না হয় মাথা খারাপ ভাবছে। তাই আমি এরকম করে দিয়েছি।
> তাহলে আপনি তো বুঝতে পারেননি আমি কোনটা চাচ্ছি তাহলে ভুলটা দিলেন কেন?
> স্যার এখানে আমার প্রধান উদ্দেশ্য বসকে খুশি রাখা।
আমার কাছে এমন কোন প্রমান নেই যাতে আমি বুঝতে পারি আপনি সঠিকটা চাচ্ছেন। সুতরাং আমি কমনটাই ব্যবহার করেছি। যাতে আমার বস খুশি থাকার সম্ভাবনাটা বেশি থাকে।
> হ্যাঁ, ঠিক আছে। আপনার কথায় যুক্তি আছে।
আচ্ছা ঠিক আছে আপনার সিভিটা বের করি।
(কিছুক্ষণ সিভির ফাইলটা ঘাটাঘাটি করে সিভি খুঁজে পেলেন না। )
> আপনার সিভি কোথায়? আপনাকে কি ইন্টাভিউয়ের জন্য ডাকা হয়েছিল?
> না স্যার।
> তাহলে আসলেন কেন?
> স্যার এই পোষ্টের জন্য পিলখানাতে একটা ইন্টারভিউ নেয়া হয়েছিল। সেখানে আমরা দুজন ফেন্ড ইন্টারভিউ দিয়েছিলাম।
আমার ইন্টারভিউটা ফ্রেন্ডের চেয়ে অনেক ভাল হয়েছিল। আমার সেই ফেন্ডকে এখানে ডাকা হয়েছে। আমি ভাবলাম ওকে যেহেতু ডাকা হয়েছে আমাকেও ডাকার কথা। হয়তোবা আমার ফোন বন্ধ ছিল যার কারণে আমি জানতে পারিনি। সেজন্য আমি এসেছি।
(অন্য জন কথা ধরলেন। )
> আচ্ছা আপনি কি দুই জায়গাতেই এ্যাপ্লাই করেছিলেন নাকি?
> হ্যাঁ স্যার।
> তাহলে তো আপনার সিভিটা বাতিল হয়ে গেছে। যে সিভিগুলো দুই জায়গাতেই পড়েছে বস আমাকে নিয়ে সেগুলো বাতিল করেছেন। আচ্ছা ঠিক আছে ইন্টারভিউ দিতে এসেছেন যখন ইন্টারভিউ দেন।
> আচ্ছ স্যার।
> দেখেন তো ওই পিসিতে কি সমস্যা?(একটি পিসিতে নেসেসারি কিছু ফাইল মুছে দেয়ার কারণে উইন্ডোজ চালু হতে পারছে না। সেই পিসিটা আমাকে দেখিয়ে দিলেন। পরে জেনেছিলাম সমস্যাটা ইচ্ছে করেই তৈরী করা হয়েছে। )
> স্যার উইন্ডোজ চালু হতে যে ফাইলগুলো অবশ্যই দরকার সেই ফাইলগুলো না পাওয়ার কারণে এই পিসিতে উইন্ডোজ চালু হতে পারছে না।
> কি কারণে এই সমস্যা হয়েছে?
> স্যার বিভিন্ন কারণেই হতে পারে।
> যেমন?
> এটা মূলত ঐ দরকারি ফাইলগুলো নষ্ট হওয়ার কারণে হয়েছে। সেটা হতে পারে ভাইরাস ইফেক্ট, ব্যবহারকারি ভুল করে ফাইলগুলো ডিলিট করে ফেললে বা হার্ডডিস্কের কোন সমস্যা যেমন ব্যাড সেক্টরের কারণে বা ইলেকট্রিক্যাল ফেইল্যর এর কারণেও হতে পারে।
> হুমম, ঠিক আছে। (মাথা নেড়ে বললেন পাশের জন।
বুঝলাম ইনিই কম্পিউটার সেকশনের বস বা ইনাকে কম্পিউটার দক্ষতা যাচাইয়ের জন্য আনা হয়েছে। )
> আচ্ছা এটার সলিউশন কি?(উনিই জিজ্ঞেস করলেন। )
> স্যার উইন্ডোজ রিপেয়ার করলেই এই সমস্যাটা সেরে যাবে।
> কেন, শুধু এই ফাইলগুলো কপি করে দিলেই তো হয়ে যায়। (কম্পিউটারের বস বললেন)
> সেটা কিভাবে স্যার?(বিনয়ের সাথে জিজ্ঞাসা করলাম)
> কেন ডস মোডে কপি করে দিলেই তো হয়ে যায়।
আপনি ডস মোডের কাজ পারেন না?
> পারি স্যার। কিন্তু স্যার একটি উইন্ডোজ ইন্সটলেশন ডিস্কের ২১১ টা ডিরেক্টরি আর ৭২১২ টি ফাইল থেকে মিসিং ফাইলগুলো ডস মোডে একটি একটি করে খুঁজে বের করে কপি করতে গেলে না হলেও আমার ৬-৭ ঘন্টা টাইম লাগবে। তার চেয়ে কি এটাই ভাল না যে আমি মাত্র ১৫-২০ মিনিটে উইন্ডোজটা রিপেয়ার করে ফেললাম।
(এবার উনি হার মানলেন)
> হ্যাঁ তবে সেটা উইন্ডোজ রিপেয়ার করতে হবে রিইন্সটল নয়।
> স্যার আমিতো রিপেয়ারের কথাই বলেছি।
> আচ্ছা আপনি মাইক্রোসফট একসিস এর কাজ পারেন?(খোঁচা খোঁচা দাড়িওয়ালা স্যার জিজ্ঞেস করলেন। )
> হ্যাঁ পারি স্যার।
> আপনি একসিসে একটা সফটওয়্যার বানিয়ে দিতে পারবেন?
> না স্যার, এটা আমি কেন কোন কম্পিউটার ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব নয়।
> কেন কেন?
> স্যার একসিস হচ্ছে একটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার এটা দিয়ে তো কোন সফটওয়্যার বানানো সম্ভব নয়।
> রাইট, আপনার কথা ভাল লাগল।
আচ্ছা ভিজ্যুয়াল বেসিকে পারবেন?
> হ্যাঁ স্যার ভিজ্যুয়াল বেসিকে পারব।
> আচ্ছা বলেন তো নেটওয়ার্ক কত প্রকার?(কম্পিউটার বস জানতে চাইলেন। )
> স্যার কোন নেটওয়ার্ক, কম্পিউটার নাকি মোবাইল?
> বলেন কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?
> স্যার পেয়ার টু পেয়ার, ল্যান, ম্যান আর ওয়ান।
> আর ইন্টারনেট?
> স্যার ওটা মূলত ওয়ান এর মধ্যে পড়ে।
> নেটওয়ার্কিং কেমন পারেন?
> খুব ভাল পারিনা স্যার।
> কেমন?
> স্যার যা পারি তাতে ল্যান পর্যন্ত কাজ চালিয়ে নিতে পারব তবে একদম এক্সপার্ট লেভেলে নিজেকে স্যাটিসফাইড মনে করি না।
> আচ্ছা ল্যান পর্যন্ত পারেন তো, তাতেই আমাদের চলবে।
> গ্রাফিক্স এর কাজ পারেন?
> পারি স্যার তবে শুধু টু-ডি গ্রাফিক্স এর কাজ পারি থ্রিডি পারি না।
> আচ্ছা আপনি চ্যানেল আই এর লোগোটা বানিয়ে দিতে পারবেন?
> স্যার লোগোটা দেখলে বলতে পারব। যদি লোগোটা থ্রিডি এনভাইরনমেন্টে তৈরী করা হয় তাহলে পারব না আর যদি টু-ডি হয় তাহরে পারব।
> কেন চ্যানেল আই এর লোগো দেখেননি আপনি?
> না স্যার দেখিনি।
> কেন আপনি টিভি দেখেননা?
> না স্যার আমি টিভি দেখিনা।
> কেন টিভি দেখেননা কেন?
> স্যার টিভি খুললেই তো এখানে লাশ উদ্ধার, ওখানে ধর্ষণ, ওখানে গাড়ি উল্টে গেছে আর না হলে কোন রাজনীতিবিদ অন্য দলের কাকে কামড় মারল সেই খবর। আর বাকি সময়টা বস্তাপচা হাসির নাটক যেখানে শুধু হাসি ছাড়া আর কিছুই নেই। তার মাঝে আবার এ্যাড যার কোন নির্মাণশৈলী নেই।
যারা সিমকার্ডের এ্যাডেও নাচে গায়, বিস্কুটের এ্যাডেও নাচে গায়। এসব দেখে আমি কি করব স্যার? ততক্ষণ আমি কম্পিউটারেই বসে থাকি।
(স্যার যেন তড়াক করে উঠলেন। )
> এই জহির সাহেব ইনার নাম লিখে রাখেন। ইনার সিভি খুঁজে বের করতে হবে।
(পরে অবশ্য চাকুরিটা আমার হয়ে গিয়েছিল। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।