আমাদের কথা খুঁজে নিন

   

উপদেশ দেয়া নয়, একটু খেয়াল করিয়ে দেয়া

শীতে কাঁপছে দেশ, দিশেহারা ছিন্নমূল মানুষেরা শীত এলেই মনে পড়ে পিঠা-পুলি, খেজুর রশ-পায়েসের কথা। এগুলো মনে পড়ে বা মনে পড়ার কথা। কিন্তু কজনেরই বা খেয়াল থাকে এরকম ছিন্নমূল মানষদের কথা? শীতের পচন্ড তান্ডবে কাঁপছে সারা দেশ, কাঁপছে ছিন্নমূল মানুষগুলো। অনেকের হয়তো এরকম কাঁপার শক্তিটুকুও নেই। প্রয়োজনে কেউ চায় একটা গরম কাপড় কেউ হয়তো চায়না। শুধু নিরব চেয়ে থাকে কারো কাছে শীত একটা ফ্যাশান। আর রং-বেরঙের ভালো পোশাকের সমাহার। কিন্তু কারও কাছে এটা মৃত্যু যন্ত্রনা। কেউ হয়তো ভাবছে এটাই তার (মৃত্যুর) পূর্ব ক্ষন! (বি:দ্র: ছবিগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করা)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।