একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...
সূদূর ভারত জয় করে এয়ারটেল এখন বাংলাদেশে।
বাংলাদেশকেও জয় করার লক্ষ্য নিয়ে এয়ারটেলের আগমন এ দেশে। কিন্তু এয়ারটেল কিভাবে তাদের লক্ষ পূরণ করবে? সাধারণত মোবাইল কোম্পানীগুলো ব্যবসায় ফায়দা লুটার জন্য তরুন সমাজকে বেছে নেয়। গ্রামীনফোন তাদের ডিজুস প্যাকেজের মাধ্যমে তরুন-তরুনীদের আকৃষ্ট করেছিলো। ডিজুসের রাত বারোটার পর সেই ফ্রি অফারটা তরুন-তরুনীদের কাছে অত্যন্ত লোভনীয়।
ডিজুস প্যাকেজ তরুন-তরুনীদেরকে রাত জাগা শেখালো, কথা বলা শেখালো। ডিজুসের অফার শেষ হলো, কিন্তু তরুন-তরুনীরা তাদের অভ্যাসটা পরিবর্তন করতে পারলো না। এক্ষেত্রে টিন এজার অথবা তরুন-তরুনীদের দোষারোপ করে কোনো লাভ নেই। টিন এজারদের বোধ-বুদ্ধি কতখানিই বা হতে পারে।
অন্যান্য মোবাইল কোম্পানীগুলোও তখন বসে ছিলো না।
একটেল নিয়ে এসেছিলো তাদের একটেল জয় পার্টনার। কোনো কোম্পানিই বসে ছিলো না। সবাই একসময় সারাদিন ২৫ পয়সায় কথা বলার সুযোগ করে দেয়!!!!
মোবাইল কোম্পানিগুলো মূলত কাদের দিয়ে ব্যাবসা করে নিচ্ছে? কাদেরকে অস্ত্র হিসেবে ব্যাবহার করছে?
ভয়েস আড্ডায় কারা অংশগ্রহন করে?
টিন এজারদের দিয়ে ব্যাবসা করাটা কতটা যৌক্তিক?
----------------------------------------------------
আজ এয়ারটেল থেকে মেসেজ আসলঃ
লাস্যময়ী মিম এর ওয়ালপেপার ডাউনলোড করতে ক্লিক করুন এই লিঙ্কে...
এরপর এয়ারটেলের ওয়াপের একটা লিঙ্ক দেয়া!!
---------------------------------------------------
অবাক হলাম! এই ধরনের মেসেজ এয়ারটেল তাদের গ্রাহকদের কাছে কিভাবে পাঠায়!! এয়ারটেল চমক দেখানোর জন্যই এদেশে এসেছে...
দেখার অপেক্ষায় রইলাম যে কিভাবে এয়ারটেল টিন এজারদেরকে ব্যবহার করে।
--------------------------
একসময় বাংলাদেশের সংস্কৃতিক পরিবেশ পরিবর্তনে এয়ারটেল বড় ধরনের ভূমিকা রাখবে এবং সেটা অবশ্যই দেশ এবং দশের জন্য ক্ষতিকর হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।