আমাদের কথা খুঁজে নিন

   

ডিসকো বান্দরের লিস্টি - লাস্যময়ী হ্যাকার আপু নয়, এদের মতো বুদ্ধিমান ব্লগার হউন। পৃথিবীর শ্রেষ্ঠ ১০ ব্লগার

Speak no evil, hear no evil, see no evil.

ভাই ও আপুরা। সামুতে আসার পর প্রায়ই দেখি অনলাইনে আয় করুন মার্কা পোস্ট। দেখতে দেখতে চোখ ঝালাপালা। তাই হঠাৎ ইচ্ছে হোলো দেখি ব্লগিং করে আসলে কতো পয়সা কামানো যায়, হওয়া যায় কতো বিখ্যাত। অনেক খুঁজে মুজে যা পেলাম তা অত্যন্ত চমৎকার তো অবশ্যই, সামুর ব্লগারদের জন্য অনুকরনীয়ও এটা হতে পারে বটে! নীচে পড়ুন: ১।

ব্লগার মাইকেল আরিংটন (TechCrunch.com) - মাসে আয় ২,০০,০০০ থেকে ৮,০০,০০০ ডলার পর্যন্ত। আয়ের উৎস গুগল এডসেন্স, ব্যানার এড, টেক্সট এড। ইনি একজন টেক ব্লগার এবং ব্লগ করে পৃথিবীর সবচাইতে বেশী ধনী ব্লগার হয়েছেন। ২। পিট ক্যাশমোর (Mashable.com) - মাসে আয় করেন ১,৮০,০০০ থেকে ৬,০০,০০০ ডলার।

ইনি সামাজিক মিডিয়ার ওপর ব্লগিং করেন। ৩। মারিও লাভেনডেরা (Perezhilton.com) - মাসে আয় ১,৫০,০০০ থেকে ২,০০,০০০ ডলার। ইনি মুলত হলিউডের গসিপ ব্লগার। আয়ের উৎস ব্যানার এড।

৪। টিমুথি সাইকস (TimothySykes.com) - মাসে আয় ১,৫০,০০০ থেকে ১,৮০,০০০ ডলার। ইনি একজন স্টক বা শেয়ার মার্কেট ব্লগার। ৫। জ্যাক ডবকিন (Gothamist.com) - মাসে আয় ৮০,০০০ থেকে ১,১০,০০০ ডলার।

ইনি নিউইওর্ক শহরের জীবন সম্বন্ধে ব্লগ করেন। ৬। ম্যাট মার্শাল (Venturebeat.com) - মাসে আয় ৬০,০০০ থেকে ১,০০,০০০ ডলার। ইনি মুলত একজন বিসনেস/ফিনেন্স ব্লগার। ৭।

কলিস টাইড (Tutsplus.com) - মাসে আয় ৫০,০০০ থেকে ১,০০,০০০ ডলার। ইনি মুলত ওয়েব ডিজাইন নিয়ে ব্লগ লেখেন। ৮। নিক ডেনটন/ জিনা ট্রাপানি (Lifehacker.com) - মাসে আয় ৫০,০০০ থেকে ১,০০,০০০ ডলার। ইনি টেক, ডাউনলোড ইত্যাদি নিয়ে ব্লগ করেন।

৯। ভিটালি ফ্রীডম্যান (Smashingmagazine.com) - মাসে আয় ৫০,০০০ থেকে ১,০০,০০০ ডলার। ইনি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট নিয়ে ব্লগ করেন। ১০। রিচার্ড ম্যাকমেনাস (ReadWriteWeb.com) - মাসে আয় ৫০,০০০ থেকে ৬০,০০০ ডলার।

ইনি টেক, সামাজিক মিডিয়ে নিয়ে ব্লগ করেন। বোনাস লিস্ট ১১। ডিসকো বান্দর (discobandorblog.blogspot.com) - মাসে ব্যয় ৩০,০০০ টাকা ও আয় বউ এর বকুনি। ইনি বান্দরামী নিয়া ব্লগ করেন!! - আপনাদের ডিসকো বান্দর!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.