অনুরাগে রাগ-সুধা
বৈরাগী রাগিণী!
অপলক আঁখিপটে,
উচ্ছল হরিণী।
অনুভূত হাসি মুছে-
হর্ষের আবহন,
মনোহরি রূপমেতে
হৃদয়ের জাগরণ।
অনুপ্রাস ঝংকারে
খিলখিল লহরী;
মসৃণ ও'তনয়,
গড়িয়াছে জহুরী।
অনিন্দ্য অপ্সরী,
সাধারণে অপরূপ!
অপ্সরা, মিছে কথা,
পরীর-ই নিখাদ রূপ!
শ্যামলিয়া-শ্যাম তনু,
সচকিত তনমন;
চাহনিতে মোহজাল
বুননের আয়োজন।
কথামালা ঝংকারে
ব্যাঞ্জনা-ব্যাঞ্জন!
শুভ্রের শুভ্রতা,
অন্তরে রঞ্জন।
তনয়েতে ঝড় ওঠে
চলনের ধরণে।
মৃদু হাসি খেলে যায়,
অন্তর হরণে।
চাতক চাহনে দেখি,
কটিদেশে ঢেউ বয়;
জড়ো হয়ে রূপরাজি,
কুর্নিশে পথে রয়।
জ্যোৎস্নার রূপো রং,
হেরি তারে, ঈর্ষে;
পদ্মের অভিমান
ললনার লাস্যে!
কুঞ্চিত ভ্রূ-জোড়া,
কাজলা ও দু'নয়ন,
লতিকার বাঁক নিয়ে
অপরূপ ও গড়ন।
ওষ্ঠের মিষ্টতা,
আর্দ্রতা বাসনা!
মসৃণ ও'গালে
কুন্তল ছলনা।
প্রমুখ প্রমোদ লভি,
হেরি তারে চক্ষে;
জমিয়াছে রূপরাজি
রূপের ঐ যক্ষে।
নওবত ধ্বণি শুনি
ভ্রান্তিতে কর্ণে,
মায়াময় অবয়ব,
পটে রূপ ঝর্ণ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।