আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মা সেতু চাই, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে

আবুল টাবুল বুঝি না পস্মা সেতু ছাড়া অন্য কিছু বুঝি না। যে কোন মুল্যে পদ্মা সেতু চাই। গত ২৪/০২/২০১৩ তারিখ অফিসিয়াল কাজ শেষ করে বরগুনা থেকে ঢাকায় ফিরছি বাসে। বরগুনা থেকে ৬.৩০ মিনিট যাত্রাশুরু। মাওয়া ঘাটে আসি তখন রাত ১২:১৬মিনিট।

ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি ফেরীর জন্য । প্রায় ১ কিলো লম্বা লাইন। সামনে পিছনে গাড়ী আর গাড়ী। প্রচন্ড গরম ঘুমহীন চোখে অপেক্ষায় থাকা যে কষ্টের তা বলে বোঝানো যাবে না। অপর দিকে টেনশন ঘাটে দেরী হওয়া মানে সময়মত অফিসে যাওয়া যাবে না।

একটি কথাই বার বার ভাবছি যদি পদ্মা সেতুর কাজ শুরু হতো তবে শেষ হতোই। কোন মন্ত্রী বা সরকারে কোন দাযিত্বশীল লোক এই যন্ত্রনায় পড়লে বুঝতো যে কত কষ্ট করে মানুষ যাতায়েত করে। তিন ফেরী পরে ৬.২৩মিনিট এর সময় ফেরীতে উঠলো আমাদের গাড়ী। ঢাকার পাড়ে আসলমা ৮.৫০মিনিট। ফেরী থেকে গাড়ী আনলোড হতে প্রায় ২০মিনিট।

যাত্রাবাড়ী মহা জ্যামে পড়ে সময় নস্ট হল আরো ১ ঘন্টা । সায়েদাবাদ আসলাম সকাল ১০.৫৫ মিনিট। ওখান থেকে সোজা অফিস। প্রায় ১৬/১৭ ঘন্টা জার্নি করে তবেই ফিরলাম বরগুনা থেকে ঢাকায়। মাওয়া ঘাটেই গেলে প্রায় ৮ঘন্টা।

তাই আপনাদের কাছে অনুরোধ যারা ভাল ব্লাগ লিখেন তাদের কাছে দাবী আপনার পদ্মা নিয়ে থেমে না থেকে নতুন করে লিখুন। প্রজন্ম চত্বর থেকে পদ্মা সেতুর জন্য জোড়ালো দাবী তুলুন। এটা সারা দেশের মানুষে প্রাণের দাবী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.