প্রথমত ব্র্যান্ডিং বাংলাদেশ না হয়ে কেন রি-ব্র্যান্ডিং বাংলাদেশ ?দারিদ্র, বন্যা এবং ম্যাক্রোক্রেডিট নিয়ে যে ব্র্যান্ড পৃথিবীর কাছে আছে তা থেকে বেরিয়ে এসে ঘুরে দাঁড়াতে হবে আমাদের বাংলাদেশকে রি-ব্র্যান্ডিং এর মাধ্যমে । আর তা হতে পারে দক্ষ কর্মশক্তি রফতানির দেশ বাংলাদেশ ,বিদেশী বিনিয়োগের দেশ বাংলাদেশ , হানিমুন পর্যটনের দেশ (পার্বত্য চট্রগ্রাম) বাংলাদেশ । স্লোগান হতে পারে বাংলাদেশ -ট্রুলি দি হার্ট অব এশিয়া ।এশিয়ার ভৌগলিক ম্যাপকে স্খেল দিয়ে মাপলে সর্ব পশ্চিমে সিড়িয়া, সর্ব পূর্বে জাপান, উত্তরে মোংগলীয়া এবং দক্ষিনে ইন্দোনেশিয়া ।পূর্ব ,পশ্চিম, উত্তর ,দক্ষিন বিবেচনায় এশিয়ার ম্যাপে ঠিক মধ্যখানে বাংলাদেশ অবস্হিত। অর্থ্যাৎ এশিয়ার হৃদয় হচ্ছে বাংলাদেশ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।