আমাদের দেশে ৬টি মোবাইল কোম্পানী অপারেট করছে-গ্রামীণ, বাংলালিঙ্ক, রবি, সিটিসেল, এয়ার টেল আর টেলিটক।
গ্রামীণের ৬২ শতাংশ মালিক নরওয়ের টেলি নর। আর ৩৮ শতাংশ মালিক গ্রামীণ টেলিকম। শেয়ার ছাড়ার পর কি দশা হয়েছে সেটা ঠিক জানা নে ই।
বাংলা লিঙ্কের শত ভাগ মালিক মিশরীয় কোম্পানী ওরাস কম।
রবির মালিকানাও এখন শতভাগ বিদেশী।
সিটি সেল এর ৬০ ভাগ মালিক সিঙ্গাপুরের সিং টেল। বাকী ৪০ভাগ মালিক বাংলাদেশের প্যাসিফিক টেলিকম।
এয়ার টেল আদিতে ছিলো ইউএই'র ধাবী গ্রুপের মালিকানায় ওয়ারিদ। এখন এয়ারটেল।
টেলিটক বাংলাদেশের সরকারী মালিকানায় আছে। শোনা যাচ্ছে এর ৬০ ভাগ মালিকানা ভিয়েতটেলের কাছে বেচার কথা হচ্ছে।
আমাদের দেশ মোবাইলের জন্য এত বিশাল বাজার। অথচ একটা ফোনের মালিকানা আমাদের হাতে রাখার সামর্থ্য নাই ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।