দেশে গত কয়েক বছর ভূমিকম্পের হার কিছুটা বেড়েই গেছে। এইতো পরশু,ঈদের আগের দিন রাতেই দু'দফা এবং ঈদের দিন আরো কয়েক দফা ভুমিকম্প হলো। না, আমার লেখার বিষয়বস্তু ভূমিকম্প নিয়ে নয়।।
এই যে ভূমিকম্পগুলো হচ্ছে, হওয়ার পর যে জিনিসটা আমরা জানতে মুখিয়ে থাকি, তা হলো ভুমিকম্পের মাত্রা কত ছিলো, ক্ষয়ক্ষতির পরিমাণ কি ছিলো ইত্যাদি ইত্যাদি। আর এগুলো জানার জন্য ভরসা হলো, টিভি চ্যানেল আর পত্র পত্রিকা। কিন্তু কেউ কি খেয়াল করেছেন (হয়তো সবাই করেন), একেকটা টিভি চ্যানেলে ভুমিকম্পের একেক রকম মাত্রার খবর পাওয়া যায়। শুধু তাই নয়, ভুমিকম্পের উৎপত্তি কত কিলোমিটার দূরে হলো সেটাতেও থাকে সমস্যা (যেমন, পরশুর ভূমিকম্পের কথাই বলি, কোন একটা টিভি চ্যানেল হয়তো লিখেছে বা বলেছে, ভুমিকম্পের উৎপত্তি ঢাকা থেকে ৭০ কিলোমিটার দূরে,পরমুহুর্তেই অন্য চ্যানেলে গেলে সেটা হয়ে যায় ৭১,৭৪, অথবা ৭৫ কিমি.।)।
আর মাত্রা নিয়ে সমস্যাতো কমন! পরশুর ভুমিকম্পের মাত্রার ব্যাপারে কেউ বললো, (আবহাওয়া অফিসকে উদ্ধৃত করে) ৪.৬, কেউ আবার ৪.৮!!
আমার প্রশ্ন হলো, যখন আবহাওয়া অফিস এসব তথ্যগুলো দেয়, তারা-ই কি কয়েকরকম তথ্য দেয়, নাকি সাংবাদিকেরা এদিক ওদিক ঘুরিয়ে দেয়??
সঠিক তথ্য তাহলে কোনটা ধরে নেবো??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।