ট্রাইবুনাল ভেঙে দেওয়াসহ অনেক দাবি করেছে বিএনপি জামাত। বিচার যাতে না হয় সেরকম যত অজুহাত তোলা যায় তাই তুলেছে। বারবার বলতে শোনা গেছে বিচারটি স্বচ্ছ হচ্ছে না। স্বচ্ছ হতে হলে কি করতে হবে এটি একবারও বলছে অভিযোগকারীরা। স্বচ্ছ বলতে কি বুঝায় খুব বেশি জানতে ইচ্ছে করে।
ভাই জানেরা কি বিষয়টি বুঝে বলেন, না বলা দরকার এই জন্য বলছেন?
বিচার আন্তর্জাতিক মানের হচ্ছে না। এটি আরেকটি অভিযোগ। আন্তর্জাতিক মান বরতৈ আপনারা কি বুঝাতে চান? আজ পর্যন্ত যারা এই অফিযোগ এনছেন তারা কি কোন রুপরেখা দেখিয়েছেন? এটি আন্তর্জাতিক মান আর বাংলাদেশে বরখেলাপ হয়েছে এটি। কেবল কথার কথা বলার দিন শেষ এটি কি আপনাদের মনে হয় না? বুকে হাত দিয়ে ভাইজান যদি একটু বলতেন আপনি আদৌ আন্তর্জাতিক মান সম্পর্কে ধারণা রাখেন কিনা? তবে নুরেমবার্গ ট্রাইবুনাল বিশ্বব্যাপি যুদ্ধাপরাধ বিচারের একটি মডেল। বাংলাদেশে ওই মডেলটি আপনি চান কিনা কিংবা এখানেও কোন ত্রুটি আছে কিনা বললে খুশি হতাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।