সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......
আমাদের রাজনীতির আনএক্সপেক্টেড এবং আনপ্রেডিক্টেবল বয় এরশাদের কথা বলছিলাম। পটুয়া কামরুল হাসানের ভাষায় বিশ্ববেহায়া। আম জনতার কাছে স্বৈরাচার।
এরশাদের দাবি তিনি একজন কবি।
তার ফরমার ওয়াইফ বিদিশা বলেছেন তিনি কখনে া এরশাদকে কবিতা লিখতে দেখেননি। দুটি টিভি চ্যানেলে বিদিশা বলেছেন তিনি চ্যালেঞ্জ করতে পারেন যে এরশাদের কবিতাগুলো অন্য কেউ লিখে দেয়।
আবার এ বিদিশাই এরশাদের স্ত্রী থাকার সময় বলেছেন এরশাদের কবিতাগুলো তাকে নাকি উদ্্বুদ্ধ করে।
এখন আপন ারাই বলেন কার কথা বিশ্বাস করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।