আমি সবার চক্ষুষূল
ঘটনাটি কতদিন আগে ঘটেছে তা ঠিক বলতে পারব না।
এটা নিয়ে সামু তে আগেই পোষ্ট এসেছে কিনা তাও জানিনা (খুঁজে পাইনি)।
ফেসবুকে আজই জানলাম।
ঘটনাটি পড়ে হাসতে হাসতে পেট ফাটার অবস্থা!
ঘটনা নিম্নরুপঃ
কিছুদিন আগে আমাদের উত্তরাঞ্ছলের কোন এক জেলার গ্রামের মাঝে, দিনে দুপুরে আকাশ থেকে বেশ বড় আকারের একটি বরফ খন্ড পড়ে , গ্রামের কিছু অতিউৎসাহী ব্যক্তি সেই বরফের খন্ডটিকে টুকরো টুকরো করে ভাগ করেন এবং অনেকের মাঝে এই বলে বিতরন করেন যে '' এটি হচ্ছে অলৌকিক বরফ ! আসমান থেকে পড়ছে ! খাইলে রোগ বালাই ভাল হয়ে যাবে '' ! সাথে সাথে অনেকেই তা খেয়ে ফেলেন !
তার কিছুদিন পর জানা যায় , ওই এলাকার উপর দিয়ে উড়ে যাচ্ছিল এক বিদেশী বিমান , দূর্ঘটনা বশত বিমান থেকে বেশ বড় আকারের একটি '' ব্লু আইস '' এর টুকরো ওই জেলার এক গ্রামের মাঝে পড়ে......বিমানের টয়লেটে লীক হলে হিউম্যান ওয়েষ্ট এক বিশেষ ব্যবস্থায় নীল রংয়ের বরফে পরিনত হয় তাকেই ব্লু আইস বলা হয়.........
ব্লু আইস কি ভাল করে জানতে এইখানে খোঁচান!
ফটোগ্রাফার এর চোখে ব্লু আইস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।