মিডিয়া
দশ বছর বয়সে এক কিশোরের চাওয়া পাওয়া আর কি হতে পারে? ধারনা করুন তো ? একখানা নতুন জামা , জুতা , মেলায় গিয়ে তাল পাতার একটা সেপাই কিংবা ডুগডুগি? তাও নয় , লালু চেয়েছিলো একটি পতাকা, একটি মানচিত্র , কি অদ্ভুত সম্বনয় হীণতা ! কি অসাধারন দেশ প্রেম! চোখে জল এসে যায়। জানতে ইচ্ছে করে কে সেই লালূ ? মুক্তিযুদ্ধের গোপালপুর থানা দখলের পুরো কৃতিত্বটাই টাঙ্গাইলের গোপালপুরের এই সূর্য সন্তানের। পুরো নাম শহিদুল ইসলাম। অনেক যুদ্ধেই লালু অংশ নিয়েছে , গ্রেনেড নিয়ে ঝপিয়ে পরেছে শত্রু বাহিনীর উপর। 16 ডিসেম্বর বাংলাদেশ নামের যে নতুন সূর্যের উদয় হয়েছিলো সেখানে লালুর মত কিশোরের শ্রম , ঘাম আর রক্ত মিশে আছে।
দেশ মুক্ত হবার পর টাঙ্গাইলের বিন্দু বাসিনী স্কুলে কাদের সিদ্দিকীর সাথে লালুও অস্ত্র জমা দিতে গিয়ে নজরে পরেন বঙ্গ বন্ধুর , জাতির পিতা সেই বীরকে চিনতে ভুল করেননি , জড়িয়ে ধরে তুলে নিয়েছেন কোলে, চুমু খেয়েছেন গালে।
1973 সনের বাংলাদেশ সরকারের গেজেটে বীর প্রতীকের তালিকায় 425 নম্বর নাম টি লিখা হয়েছিলো শহীদ ইসলাম। যার ডাক নাম লালূ। স্বাধীনতার এতটা কাল পর আমি জানলাম লালুই সর্ব কনিষ্ঠ বীর প্রতিক। আমি যাকে মুক্তিযুদ্ধের চলমান বিশ্বকোষ বলেই জানি, আমার প্রিয় জালাল ভাই (এনওয়াই বাংলার) আমাকে দৈনিক ইওেফকের একটা লিংক দিয়ে আমাকে বললেন দেখো কিছু লিখতে পারোকিনা।
লিখাটা পরে আমার চোখ ছল ছল করে উঠলো।
আমার গর্বে বুক ভরে যায় অগনিত লালুর ত্যাগে আমাদের এই লাল সবুজের পতাকা। আমার ঈর্ষা হয় আমি 71 দেখিনি, আমার শংকা হয় যারা বলে স্বাধীনতার 35 বছর পর স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি নিয়ে কথা বলা অযৌক্তিক !
তথ্য সুত্র ঃ সর্বকনিষ্ঠ বীর প্রতিক এক কিশোর মুক্তিযোদ্ধা; রশীদ সিদ্দিকী আমরা স্বাধীন হলাম ঃ কাজী শামসুজ্জামান, দৈনিক ইত্তেফাক 23 মার্চ ঃ খালেক বিন জয়েন উদ্দীন।
উৎসর্গ ঃ মাহবুবুর রহমান জালাল, এনওয়াই বাংলা ,ডালাস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।