পা
সবাই তো জোট করিতেছে, কেও রাজাকার দের নিয়া চার দলিয় জোট আর কেও বেহায়া দের নিয়া মহাজোট।কিন্তু আমার গরীব মেংগো জনতা
যামু কই।কারন আমরা জানি যেই জোট ই জিতে না কেন আমাগো কোন
লাভ নাই কারন যাহাই ৫৩ তাহাই ৫২।তো আমরা কি করুম?
জাতির বিবেকের কাছে প্রশ্ন?
বিবেক বলে >>>> না ভোট না ভোট
আসলেই ত আগে হয়ত চোর দের উপর রাগ কইরা অনেকেই ভোট কেন্দ্রেই যাই নাই কিন্তু লাভ হইছে কচু।আমার ভোটি জাল হইয়া কোন চোরি গেছে খমতায় আর আমার পিছনে দিছে ....।বাট এইবার কিন্তু আমরা পারায় পারায় মহল্লায় মহল্লায় সর্ব দলিয় না জোট গরিয়া তোলি
যাদের প্রধান কাজ হইবে সবাইকে না ভোট দিতে উতসাহিত করা।
আমরা আমাদের নিজ আসনের উভয় জোটের চোরদের চোরামির তথ্য সকলের সামনে তোলে ধরে না ভোট দিতে বলুন।
এতে কি লাভ হবে?
কোন লাভ নাই (যদিও আমি শুনেছি ,কোন এলাকায় না ভোটের সংখ্যা বেশী হলে ঐ আসনের ভোট বাতিল হইয়া যাবে এবং ঐ আসনের সকল পার্থী আর নির্বাচনে দারাতে পারবে না)
তারপরও আমি না ভোটের পক্ষে ,কারন আর কিছু করতে না পারি অন্তত ছোট একটা প্রতিবাদ ত করা যাবে।
বিদ্র : এটি একটি সিরিয়াস পোস্ট,একে রম্য ভাববেন না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।