আমাদের কথা খুঁজে নিন

   

সর্ব সাধারণের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে

"যুদ্ধপাপীদের শাস্তি চাই"

সম্মানিত ব্লগার, আপনারা ইতি মধ্যে জানেন যে, গত ৩ রা জানুয়ারি হতে শুরু হওয়া "একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর" কার্যক্রম এখনো চলছে। এবং সর্ব সম্মতিক্রমে এই কার্যক্রম "সর্ম্পূর্ন বিচার কার্য" সম্পাদন না করা পর্যন্ত্ চলবে। বিভিন্ন কৌশলে, বিভিন্ন দৃষ্টিতে। বাংলাদেম অনলাইন ব্লগার্স কমিউনিটির সাধারণ সভায় একটি প্রস্তাবনা আনা হয়েছিল যে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এবং "যুদ্ধাপরাধী" স্পর্শ কাতর এলাকায় বড় আকারে এই কার্যক্রম পরিচালনা করার। এই সিদ্ধান্তের অংশ হিসেবে গত ১ জুন হতে "যুদ্ধাপরাধীর" অন্যতম বিচরণ এলাকা "ফরিদপুর"-এ গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়।

আমাদের অতি প্রতিক্ষিত আশা যে, আমার ফরিদপুর-এ একটি চলচ্চিত্র প্রদর্শনী সহ গণস্বাক্ষর অনুষ্ঠান করবো। সে সাথে আলোচনা সভা। যেখানে উপস্থিত করা হবে দেশ বরেণ্য কয়েকজন ব্যক্তিত্বকে এবং কয়েকজন মুক্তিযোদ্ধাকে। সে সাথে আমরা এই ধরনের কার্যক্রমে আরো বেশি গণসচেতনা বৃদ্ধির লক্ষ্যে "জাফর ইকবাল"-এর লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক ছোট বইটি নাম মাত্র মূল্যে বিতরণ করবো। এবং যুদ্ধাপরাধ-র বিরুদ্ধে প্রচারণার বিভিন্ন পোষ্টার ও টি-শার্ট বিক্রয় করোব।

তবে, এই ধরনের এক একটি অনুষ্ঠান করার জন্য একটি ভাল পরিমাণের অর্থ দরকার। গণস্বাক্ষর কার্যক্রমের জন্য ওঠা সব টাকা ইতি মধ্যে শেষ। তবে, আশার কথা হচ্ছে, ফেসবুক এর গ্রুপটি "গণস্বাক্ষর দল" নামে "বাংলাদেশ অনলাইন ব্লগার্স কমিউনিটি"-কে সর্বাত্বক সহযোগিতা করবে। এখন শুধু চাই, বরেণ্য ব্যক্তিদের পৃষ্টপোষকতা, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কার করা বিভিন্ন সংগঠনের সম্মিলিত অংশ গ্রহণ এবং অর্থ সাহায্য। যে কোন যোগাযোগের জন্য: হট-লাইন নাম্বার: +৮৮-০১৯১২-১২৪৩৮৯ ই-মেইল: ধন্যবাদান্তে বাংলাদেশ অনলাইন ব্লগার্স কমিউনিটি গণস্বাক্ষর দল


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.